India & World UpdatesBreaking News
ফণীর তাণ্ডবে পুরীতে ৩ ব্যক্তির মৃত্যুCyclone Fani claims 3 lives in Puri
৩ মে : ৫ ঘণ্টা আগেই পুরীতে ঘূর্ণিঝড় ফণী আছড়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইতিমধ্যে ২ ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। তবে এ নিয়ে বিস্তারিত এখনও আসেনি। পুরীর কাছে সাক্ষীগোপালে গাছ উপড়ে ওই ব্যক্তি মারা গেছেন। ফণীর তাণ্ডবে এটিই প্রথম মৃত্যুর খবর। আরেকজন প্রাণ হারিয়েছেন কেন্দ্রাপাড়ায়। ঝড়ের তাণ্ডব শুরু হলে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
প্রসঙ্গত, সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগে ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ফণী। ওড়িশার গোপালপুর এবং পুরীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তারপর তটরেখা ধরে পশ্চিমবঙ্গে ঢুকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে চলে যাবে। অনুমান করা হচ্ছে, সন্ধ্যার মধ্যেই ফণীর তাণ্ডব শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে। প্রথম ঝটকাতেই পুরীর জগন্নাথ মন্দির সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎহীন ওড়িশার গোপালপুর সহ বিভিন্ন এলাকা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর কন্ট্রোল রুম খুলেছে। ফণী নিয়ে খবরাখবর বা যে কোনও সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর ১৯৩৮-এ ফোন করতে পারেন বলে সরকারিভাবে জানানো হয়েছে।
৩৪টি বিপর্যয় মোকাবিলা দল, ত্রাণ সামগ্রী-সহ চারটি উপকূলরক্ষী বাহিনীর জাহাজ প্রস্তুত রাখা হয়েছে বিশাখাপত্তনম এবং চেন্নাইয়ে। বিশাখাপত্তনম, চেন্নাই, পারাদ্বীপ, গোপালপুর এবং পশ্চিমবঙ্গের হলদিয়া, ফ্রেজারগঞ্জ এবং কলকাতায় বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন থাকছে। শনিবার পর্যন্ত ১৪৭টি ট্রেন বাতিল করা হয়েছে।