CultureBreaking News

বঙ্গভবনে ভারতীয় ঘরানায় সুন্দরী প্রতিযোগিতা ১৬ই সেপ্টেম্বর
Cultural Organisation ‘Aamra’ to organise beauty contest based on Indian tradition on 16 September

১২ সেপ্টেম্বর: আমরা-র শারদ সুন্দরী প্রতিযোগিতা মানে তথাকথিত সুন্দরী বেছে নেওয়া নয় । তাদের মতে, নিজের কৃষ্টি, সংস্কৃতি সম্পর্কে সচেতন না থাকলে কীসের সুন্দর আর সুন্দরী! তাই পূজারিনীর সাজ , ১-২ মিনিটে পুজো করা এ সবও প্রতিযোগিতার অঙ্গ।

Rananuj

এ ভাবেই তাদের প্রতিযোগিতা এ বার দ্বাদশ বর্ষে। বঙ্গভবনে আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সেই শারদ সুন্দরী প্রতিযোগিতা। সঙ্গে শারদ শিশু প্রতিভা, উলুধ্বনি, আরতি প্রতিযোগিতা।

আমরা-র সভাপতি মধুমিতা মজুমদার ও সম্পাদক  সোনালি বণিক জানান, এ বারের অনুষ্ঠানে প্রধান অতিথি মিস ইন্ডিয়া হোমমেকার জয়ী পূজা ঘোষ সরকার। তিনি আগের দিনই শিলচরে চলে আসবেন। সে দিন মেহেরপুর দশভূজায় আয়োজিত সেমি ফাইনালে উপস্থিত থাকবেন। পিনাকি দাস, ঝুমকি  সাহা, ইন্দ্রাণী দেব-রা জানান, শুধু প্রতিযোগিতাই নয়, সঙ্গে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডও। তাঁদের দাবি, এমন আগমনী উতসব আগে এ ভাবে বরাক উপত্যকায় হয়নি।

অঞ্জনা সাহাপাল, টুম্পা গোস্বামী জানান, পুরস্কারের জায়গায় বরাবরই তারা বিশেষ গুরুত্ব প্রদান করেন। এ বারও স্বর্ণালঙ্কার, শাড়ি, নগদ অর্থ, বিভিন্ন পার্লারের গিফট ভাউচার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে। আকর্ষণীয় সামগ্রীতে পুরস্কৃত করা হয় সাব-টাইটালের ১২জনকেও। তার মধ্যে ৭জন বড় ও ৫ জন ছোটদের বিভাগের। শিশু প্রতিযোগীদের কাউকে তারা খালি হাতে ফেরান না বলেই দাবি করেন তারা।

বৃহস্পতিবারের এই সাংবাদিক সম্মেলনে অংশ নেন জয়া ভাওয়াল, ভবাণী বণিক, অঞ্জনা সাহাপাল ও মৌসুমী ঘোষ, কবিতা খান্ডেলওয়াল, মৌমিতা গুপ্ত প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker