Barak UpdatesHappeningsBreaking News

শনিবার শিলচরে চারটি কেন্দ্রে কোভিশিল্ড
Covishield to be given at 4 centres in Silchar on 28 August

ওয়েটুবরাক, ২৭ আগস্ট : শনিবার শিলচর শহরের চারটি কেন্দ্রে কোভিড প্রতিষেধক মিলবে৷ সব কেন্দ্রেই শুধু কোভিশিল্ড দেওয়া হবে।

Rananuj

শিলচরের নাজিরপট্টি এলপি স্কুলে অন-স্পট বুকিং-এর মাধ্যমে কোভিশিল্ডের প্রথম ডোজ ১৫০টি এবং দ্বিতীয় ডোজ ২০০টি করে দেওয়া হবে ।

শিলচরের দুর্গাশংকর পাঠশালায় অন-লাইন স্লট বুকিংয়ের মাধ্যমে প্রথম ডোজ ১০০টি, দ্বিতীয় ডোজ ১০০টি এবং স্কুলে অন-স্পট বুকিংয়ের মাধ্যমে কোভিশিল্ডের প্রথম ডোজ ১০০ এবং দ্বিতীয় ডোজ ১৫০টি করে দেওয়া হবে ।

শিলচর সদরঘাট অভয়iচরণ পাঠশালায় সিনিয়র সিটিজেনদের জন্য অন-স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রথম ডোজ ২০০টি এবং দ্বিতীয় ডোজ ২০০টি করে দেওয়া হবে । এখানে স্লট বুকিং-এর মাধ্যমে কোনও প্রতিষেধক দেওয়া হবে না।

একইভাবে শিলচর কনকপুর রোডের রাধামাধব বুনিয়াদি স্কুলে অন-স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রথম ডোজ ২০০টি এবং দ্বিতীয় ডোজ ২০০টি করে দেওয়া হবে । ওখানেও স্লট বুকিং-এর মাধ্যমে কোনও কোভিড টিকা দেওয়া হবে না।

Related Articles

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker