Barak UpdatesHappeningsBreaking News

শিলচর মেডিক্যালে কোভিডে আক্রান্ত মায়ের সন্তান প্রসব
COVID +ve mother gives birth to cesarean baby at SMCH

28 জুলাইঃ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার কোভিডে আক্রান্ত এক মায়ের সন্তান প্রসব করানো হয়। বেশ কিছুদিন আগে তাঁর পজিটিভ ধরা পড়ে। শিলচর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ভর্তির দিন থেকেই একে চ্যালেঞ্জ হিসাবে নেন প্রসূতি বিভাগের ডাক্তাররা। এরই মধ্যে কোভিড ব্লকে তৈরি হয়ে যায় অপারেশন থিয়েটার।

মঙ্গলবার তিনি প্রসব যন্ত্রণায় কাতর হয়ে উঠলে কর্তৃপক্ষ তার প্রসবের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। ডাক্তার, নার্স সহ সমস্ত স্বাস্থ্যকর্মী  পিপিই কিট পরে সিজারিয়ান পদ্ধতিতে মায়ের গর্ভ থেকে শিশুটিকে বের করে আনেন। শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত বলেন, মা ও শিশু দুজনই সুস্থ রয়েছেন। তিনি একে বড় রকমের সাফল্য বলেই উল্লেখ করেন। এই পর্বে যারা অংশ নিয়েছিলেন, সবাইকে তিনি অভিনন্দন জানান। বলেন, মেডিক্যালে এই প্রথম করোনায় আক্রান্ত কারও প্রসব হল। এর আগে যাদেরই সংক্রমণ ধরা পড়েছে, এরা সবাই সন্তানের জন্মের পর পজিটিভ বলে ধরা পড়েছেন।

ভাস্করবাবু জানান, প্রসূতি বিভাগের আইসলেশন ওয়ার্ডে এই সময়ে 18জন করোনা রোগী রয়েছেন। পুরো মেডিক্যালে চিকিতসাধীন 228জন করোনায় আক্রান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker