Barak UpdatesHappeningsBreaking News
কোভিড টেস্ট করাচ্ছে শিলচরের দিবাস্ক্যান-ওCovid test can now be done at Dibascan, Silchar
২৩ নভেম্বরঃ কোভিড টেস্টের জন্য এখন আর মেডিক্যাল কলেজ বা কোনও স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকার ব্যাপার নেই। সুস্থ ব্যক্তির টেস্ট করাতে গিয়ে সংক্রমিত হয়ে পড়ার আশঙ্কা নেই। শিলচরের হাইলাকান্দি রোডে (সেকেন্ড লিঙ্ক রোডের কাছেই) দিবাস্ক্যান ডায়গনোস্টিক সেন্টারে মঙ্গলবার থেকে কোভিড টেস্ট শুরু হচ্ছে। শুধু রেপিড অ্যান্টিজেন টেস্ট নয়, আরটিপিসিআর-ও হবে এবং চব্বিশ ঘণ্টার মধ্যে রিপোর্ট মিলবে বলে জানিয়েছেন দিবাস্ক্যান-এর ল্যাবরেটরি ডিরেক্টর ডা. সৌমিত্র দত্ত। তিনি বলেন, তাঁর এই প্রাইভেট ভাইরোলজিক্যাল ল্যাবরেটরি এনএবিএল-এর অ্যাক্রেডিটেড এবং আইসিএমআর-এর অনুমোদিত।