Barak UpdatesHappeningsBreaking News

করোনায় প্রয়াত সুবিমল-জায়া জয়িতা ভট্টাচার্য
Covid snatches away Joyeeta Bhattacharjee, wife of Subimal Bhattacharjee

ওয়েটুবরাক, ২০ এপ্রিল: করিমগঞ্জের কৃতী সন্তান জয়িতা ভট্টাচার্য (চৌধুরী) আর নেই৷ করোনায় আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় প্রয়াত হয়েছেন৷ তিনি অনেকদিন ধরে দিল্লিতে বসবাস করছেন৷ সেখানেই গত সপ্তাহে করোনায় আক্রান্ত হন৷ সংক্রমিত হন তাঁর স্বামী বিশিষ্ট শিল্পপতি সুবিমল ভট্টাচার্যও৷ দুইজনই দিল্লির গঙ্গারাম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন৷ পরে সুবিমলবাবুর শারীরিক অবস্থার উন্নতি ঘটলে তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়৷ জয়িতাদেবী ছিলেন আইসিইউতেই৷ সেখানেই আজ তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে৷ বেলা সাড়ে এগারোটায় প্রাণ হারান জয়িতা ভট্টাচার্য (চৌধুরী)৷

Rananuj

No description available.তাঁর মৃত্যুসংবাদ বরাক উপত্যকায় এসে পৌঁছালৈ শোকের আবহ পরিলক্ষিত হয়৷ সুবিমলবাবুর সঙ্গে তাঁর সহধর্মিনীও বিভিন্ন সংস্থা-সংগঠনের সঙ্গে জড়িয়ে ছিলেন৷ জয়িতা করিমগঞ্জের প্রাক্তন সাংসদ নৃপতিরঞ্জন চৌধুরী ও শিক্ষাবিদ লোপামুদ্রা চৌধুরীর কন্যা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker