Barak UpdatesHappeningsBreaking News
COVID-19 +ve person of Hailakandi went to Umrah Hajjহাইলাকান্দির করোনা আক্রান্ত গিয়েছিলেন ওমরাহ হজে
Patient admitted at SMCH
৭ এপ্রিল: হাইলাকান্দির আলগাপুর থানাধীন বড়জুরাইর বাসিন্দা ফয়জুল হক বড়ভুইয়ার করোনা পজিটিভ ধরা পড়েছে৷ গত ফেব্রুয়ারিতে তিনি সৌদি আরবে গিয়েছিলেন৷ ওমরাহ হজ সেরে দিল্লি হয়ে গত ১৮ মার্চ বাড়ি ফেরেন৷
৬৫ বছর বয়সী ফয়জুল হক বড়ভূইয়া হাই মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত৷ তার শারীরিক কোনও উপসর্গ না থাকায় বাড়িতেই কোয়রান্টাইনে রাখা হয়েছিল৷ সৌদি ফেরত বলে তাঁর লালারস সংগ্রহ করে পরীক্ষা করা হয়৷ পজিটিভ ধরা পড়তেই বরাক জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়৷ বরাক উপত্যকায় এর আগে করিমগঞ্জ ও কাছাড়ে যে পজিটিভ ধরা পড়ে, দুইজনই ছিলেন মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন৷ কিন্তু ফয়জুল বাড়িতে থেকে পজিটিভ হওয়ায় চাপ বেড়ে যায় হাইলাকান্দি জেলা প্রশাসন ও শিলচর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের৷ তাকে বাড়ি থেকে তুলে এনে মেডিক্যালে ভর্তি করার জন্য বিশেষ টিম গঠন করা হয়৷ তারাই তাকে নিয়ে রওয়ানা হচ্ছেন মেডিক্যাল কলেজের উদ্দেশে৷
পরিবারের ৫ সদস্যের সবাইকে বিশেষ কোয়রান্টাইন করা হয়েছে৷ তারা যেন একেবারেই কারও সংস্পর্শে না আসে, সে ব্যাপারে সতর্ক করা হয়৷ কিছুক্ষণের মধ্যে গোটা এলাকাকে বিচ্ছিন্ন করে রাখা হবে৷ ওই এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হবে না৷ কেউ বেরোতেও পারবেন না৷
প্রশ্ন হল, ফয়জুল হক বড়ভুইয়ার দেহে করোনার সংক্রমণ ঘটল কীভাবে? পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তিনি ওমরাহ হজ সেরে প্রথমে মুম্বাই যান৷ সেখান থেকে দিল্লি৷ শেষে ১৮ ফেব্রুয়ারি বাড়ি ফেরেন৷ ওই ট্রাভেল হিস্টরি প্রকাশ হওয়ার পর প্রশাসন এখন আরও বিস্তৃত জানার চেষ্টা করছে৷