Barak UpdatesBreaking News

আইএসবিটিতে ১৪টি জেলা পরিষদের গণনা শুরু
Counting starts at ISBT for 14 Zila Parishads

১২ ডিসেম্বর : বুধবার সকাল থেকে রামনগরের আইএসবিটি চত্বরে কাছাড়ের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। মোট ২৭টি জেলা পরিষদের মধ্যে বুধবার ১৪টির গণনা শুরু হয়েছে। আর ১৬২ জেলা পরিষদ সভাপতির মধ্যে প্রথম দিন হবে ৮৫টির গণনা।

জেলা প্রশাসন সূত্রে বলা হয়েছে, ১৪টি কক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে। প্রতিটি কক্ষেই ১০টি করে টেবিল রয়েছে। প্রথম দিন যে ১৪টি জেলা পরিষদ আসনের ভোট গণনা হচ্ছে, সেগুলো হল, শিলচর পশ্চিম, সোনাই পূর্ব, সোনাই উত্তর, কাটিগড়া উত্তর, কাটগড়া পশ্চিম, আলগাপুর পূর্ব, ধলাই পূর্ব, ধলাই দক্ষিণ, বড়খলা পূর্ব, বড়খলা পশ্চিম, লক্ষীপুর পূর্ব, লক্ষিপুর উত্তর, উধারবন্দ উত্তর এবং উধারবন্দ দক্ষিণ। একইসঙ্গে এর আওতাধীন ৮৫টি গ্রাম পঞ্চায়েত সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও ওয়ার্ড সদস্যদের ভোটগ্রহণ করা হবে।

ভোট গণনার বিভিন্ন পর্যায় সম্পর্কে জেলা প্রশাসন সূত্রে বলা হয়, যে ১৪টি হলে ভোট গণনা হচ্ছে, তার মধ্যে আইএসবিটিতে ৬টি ও আইএসটিটিতে ৮ট কাউন্টিং হল রয়েছে। প্রতিটি হলে দুটি করে জেলা পরিষদের ভোট গণনা হচ্ছে। গণনা সারাক্ষণ চলবে, অর্থাৎ ২৪ ঘণ্টা। এর মধ্যে দিনের বেলা মহিলারা অর্থাৎ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং রাতে পুরুষ অর্থাৎ রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত। প্রতিটি হলে ৪৫ ভোটকর্মী সহ গণনার কাজে মোট ৭০০ কর্মীকে লাগানো হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker