NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
ত্রিপুরা পুলিশের বার্তায় নিলামবাজারে আটক মহারাষ্ট্রের দুই মহিলা সাংবাদিক
ওয়েটুবরাক, ১৫ নভেম্বর: ত্রিপুরার মসজিদে হামলার সংবাদ প্রকাশ করেছিলেন সফররত দুই মহারাষ্ট্রের সাংবাদিক৷ এতে তাদের রাজ্যে হিংসাত্মক ঘটনা ঘটে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, প্রকাশিত সংবাদের কোনও ঘটনাই ঘটেনি ত্রিপুরার গোমতী জেলার কাকড়াবন দরগাবাজার এলাকায়৷ ওই অঞ্চলে কোথাও কোনও মসজিদের ক্ষতি হয়নি। তাই মহারাষ্ট্র থেকে আসা ওই দুই সাংবাদিককে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়৷ তাঁরা অবশ্য এর আগেই শিলচরের উদ্দেশে রওয়ানা হয়ে গিয়েছিল৷ পরিকল্পনা ছিল, শিলচর বিমানবন্দর দিয়ে বেরিয়ে যাবে৷ এর আগেই ত্রিপুরা পুলিশের বার্তা পেয়ে করিমগঞ্জ জেলার নিলামবাজারে তাদের আটক করা হয়৷ পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া জানিয়েছেন, তাদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, কেন তাদের আটক করতে বলা হয়েছে, তা তাদের জানা নেই৷ এরা বার্তা মতো আটক করেছেন৷ এখন ত্রিপুরা পুলিশকে বুঝিয়ে দিলেই দায়িত্ব শেষ৷ ত্রিপুরার উনকোটি থেকে পাঁচ সদস্যের রাতে নিলামবাজারে পৌঁছেছে৷ তাদের সঙ্গে একজন মাত্র মহিলা কনস্টেবল৷ তাই দুই মহিলা সাংবাদিক তাদের সঙ্গে যেতে রাজি হননি৷ করিমগঞ্জ প্রেস ক্লাবও এ ভাবে নিয়ে যাওয়ার ব্যাপারে তীব্র আপত্তি জানায়৷