NE UpdatesHappeningsBreaking News
Corona enters Nagaland, patient undergoing treatment in Guwahatiনাগাল্যান্ডেও করোনার থাবা, আক্রান্ত গুয়াহাটিতে চিকিৎসাধীন
১২ এপ্রিল : নাগাল্যান্ডের প্রথম কোভিড-১৯ আক্রান্তের সন্ধান পাওয়া গেল। বর্তমানে তিনি গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডিমাপুরের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে তাঁর কোভিড-১৯ এর লক্ষণ পাওয়া যায়। পরে তাঁকে গুয়াহাটি মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানে পরীক্ষার পরই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত হন চিকিৎসকরা। রবিবার রাতে টুইট করে নাগাল্যান্ডের এই আক্রান্তের খবর জানান স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
A private hospital in Dimapur, Nagaland referred a patient to GMCH after he was found with symptoms of #COVID19. He has tested positive and is undergoing treatment.#AssamCares
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 12, 2020
প্রসঙ্গত, মেঘালয় ও সিকিমের পাশাপাশি উত্তর-পূর্বের এই রাজ্যটি এর আগে করোনা ভাইরাস থেকে মুক্ত ছিল। মেঘালয় ও সিকিমে এ পর্যন্ত কোনও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি। উল্লেখ্য, মণিপুরের প্রথম আক্রান্ত রোগী বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন। তবে ওই রাজ্যের অন্য এক আক্রান্ত এখনও চিকিৎসাধীন। উত্তর-পূর্বের অন্য রাজ্যগুলোর মধ্যে অরুণাচল প্রদেশ ও মিজোরামে একজন করে এবং ত্রিপুরায় দু’জন আক্রান্ত বর্তমানে চিকিৎসাধীন। আসামে এ পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রামিত রোগীর সংখ্যা ২৯। তাঁদের মধ্যে একজন প্রয়াত হয়েছেন৷