SportsBreaking News

Corona: BCCI urges cricketers not to rub ball applying saliva
করোনা : বলে থুথু লাগিয়ে ঘষবেন না, ক্রিকেটারদের পরামর্শ বিসিসিআই-এর

১২ মার্চ : ভারতের ক্রিকেট বোর্ড-বিসিসিআই দেশের ক্রিকেটারদের বলে থুতু না লাগানোর পরামর্শ দিয়েছে। করোনা ভাইরাস ছড়ানো ঠেকাতে এই পরামর্শ দেওয়া হয়েছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচকে সামনে রেখে এই পরামর্শ দেওয়া হয় বলে খবর। মূলত বোলিং করার আগে পেস বোলাররা বল চকচকে করানোর জন্য থুতু দিয়ে ট্রাউজারে ঘষেন, যা বলের সুইংয়ে সাহায্য করে থাকে। ভারতের ক্রিকেট দলের পেস বোলার ভুবনেশ্বর কুমার বলছেন, “ক্রিকেট বলে মার খেলে হবে বোলারের দোষ, কিন্তু বলে যদি থুতু দিয়ে চকচকে না করা যায় সেক্ষেত্রে এটা হতেই পারে।”

তবে ভুবনেশ্বর কুমার বলেছেন, ভারতের ক্রিকেট দলের চিকিত্‍সকরা শেষ পর্যন্ত যা বলবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সিরিজ শুরু হবার আগের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভুবনেশ্বর কুমার। অবশ্য বলে থুতু দেয়া যাবে কি যাবে না তা নিয়ে এ পর্যন্ত সুনির্দিষ্ট কোনও সিদ্ধান্ত আসেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা অন্য কোনও বোর্ড থেকে। করোনা ভাইরাস নিয়ে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা সব ক্রিকেটার, দলের সাপোর্ট স্টাফ, রাজ্য সংস্থাগুলোর জন্য একটি বিবৃতি দিয়েছে।

যদিও এখানে মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভারতের স্বাস্থ্যমন্ত্রক থেকে যা পরামর্শ দেওয়া হয়েছে, সেগুলোই বলা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্রিকেটারদের হাত মেলানো এড়িয়ে যাওয়া এবং অপরিচিত ফোন দিয়ে সেলফি না তোলা। যেহেতু ভারতে ক্রিকেট নিয়ে উন্মাদনা রয়েছে ও ভক্তরা ক্রিকেটারদের সংস্পর্শে আসতে চান, সেক্ষেত্রে এ নিয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে বোর্ড। অন্যদিকে সিডনিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, “আমরা এখনই এ নিয়ে আলাদাভাবে কথা বলিনি, আমাদের এখানে করোনা ভাইরাস নিয়ে কাজ করছেন অনেকে। সেখানে যা আলোচনা হবে সেটাই আমরা করবো।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker