India & World UpdatesHappeningsBreaking News
Corona: 76 trains cancelledকরোনা মোকাবিলায় ৭৬টি ট্রেন বাতিল
১৮ মার্চ : করোনা ভাইরাস রুখতে সচেতনতা কর্মসূচির অঙ্গ হিসেবে ভারতীয় রেল ৭৬টি ট্রেন বাতিল করে দিয়েছে। রেলসূত্রের খবর, মধ্য রেলওয়ে এ পর্যন্ত ২৩টি ট্রেন বাতিল করেছে। দক্ষিণ মধ্য রেলওয়ে ২৯টি, পশ্চিম রেলওয়ে ১০টি, পূর্ব রেলওয়ে ৯টি এবং উত্তর পূর্ব রেলওয়ে ৫টি ট্রেন বাতিল করেছে। এরমধ্যে পশ্চিম ও মধ্য রেলওয়ে যাত্রী সংখ্যা কমাতে টিকিটের মূল্য বাড়িয়ে দিয়েছে।
রেলমন্ত্রক বিভিন্ন জোনাল রেল রেলওয়েকে জানিয়েছে, কোনও ক্যাটারিং কর্মী যদি জ্বর, কফ, সর্দি বা শ্বাস নেওয়ার ক্ষেত্রে সমস্যা সংক্রান্ত রোগে আক্রান্ত হন, তবে তাদের যেন খাবার তৈরি বা পরিবেশন সংক্রান্ত বিষয়ে লাগানো না হয়। মন্ত্রক সূত্রে আরও বলা হয়েছে, রেলের সব কর্মীকে ফেসমাস্ক, হ্যান্ডগ্লাভস, হেড গিয়ার ইত্যাদি পরে যাত্রীদের খাবার পরিবেশন বা খাবার তৈরি করতে হবে। এমনকি রেলকর্মীদের সর্দি-কাশিতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না যেতেও বলা হয়েছে। ক্যাটারিং কর্মীদের সবসময় নিজেদের হাত সাবান দিয়ে ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্ত্রক সূত্রে আরও বলা হয়, রেলের সব ক্যাটারিং কর্মীকে প্রতিদিন তাদের ইউনিফর্ম ধুয়ে রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্ম পরতে হবে। আরও বলা হয়েছে, প্রতিটি ক্যাটারিং ইউনিটে পর্যাপ্ত পরিমাণে হাত ধোয়ার সাবান হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি রাখতে হবে। এর আগে রেলওয়ে বোর্ড জোনাল রেলওয়ে ও সংশ্লিষ্ট জেনারেল ম্যানেজারদের জানিয়ে দিয়েছে, করোনা ভাইরাস মোকাবিলায় প্রতিটি এসি কোচ থেকে যেন কম্বল, চাদর ইত্যাদি সরিয়ে দেওয়া হয়।