Barak UpdatesHappeningsBreaking News
শ্রীগৌরির কনটেনমেন্ট ও বাফার জোন প্রত্যাহারContainment & buffer zone at Srigouri withdrawn
১৬ মে : করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট জেলার প্রথম করোনা ভাইরাস পজিটিভ রোগীর বাড়ির চতুর্দিকে যে কনটেনমেন্ট জোন ও বাফার জোন ঘোষণা করেছিলেন, তা প্রত্যাহার করে নিয়েছেন। গত ৩১ মার্চ রাত ৭টা থেকে কার্যকর হওয়া এই জোনগুলোতে জারি থাকা প্রশাসনের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। উল্লেখ্য, করোনা আক্রান্ত রোগীর বাড়ির চতুর্দিকে ৩ কিলোমিটার এলাকা কনটেনমেন্ট জোন ও ৫ কিলোমিটার এলাকাকে বাফার জোন হিসেবে ঘোষণা দেওয়া হয়। আক্রান্ত রোগী চিকিৎসায় সুস্থ হওয়ায় ১৪ মে জেলা ম্যাজিস্ট্রেট তথা ডিডিএমএ চেয়ারম্যান এক নির্দেশ জারি করে এই জোনগুলো প্রত্যাহারের ঘোষণা করেছেন।