NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

বরাকের জন্য বিশেষ প্যাকেজ চায় কংগ্রেস, ধরনা
Congress sits for dharna in Silchar, demands special flood package

ওয়েটুবরাক, ৮ জুলাই : বন্যায় বিপর্যস্ত বরাক উপত্যকার জন্য বিশেষ আর্থিক প্যাকেজ চায় কংগ্রেস৷ সেই সঙ্গে বেতুকান্দি বাঁধ কাটার তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছেন তাঁরা৷ প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা অবশ্য স্পষ্ট করেই বলা হয়েছে, বাঁধ ও স্লুইস গেট নির্মাণে সরকারি গাফিলতির দরুনই এমন ঘটনা সংঘটিত হল৷  বিশেষ প্যাকেজ ও উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে শুক্রবার শিলচরে ধরনায় বসে কংগ্রেস৷ ভূপেন বরা, কমলাক্ষ দে পুরকায়স্থরা তাতে অংশ নিয়ে বন্যার জন্য সরকারের চাঁছাছোলা সমালোচনা করেন৷

Rananuj

পরে জেলা কংগ্রেস সভাপতি তমালকান্তি বণিক জেলাশাসককে স্মারকলিপি দিয়ে শিলচরের জন্য ৫০০ কোটি এবং বরাকের অন্যান্য বন্যাক্রান্ত অঞ্চলের জন্য আরও ৫০০ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ দাবি করেন৷ এই বন্যায় ব্যবসায়ীদের যে বিশাল ক্ষতি হয়েছে, সে কথা বিবেচনায় তাদের জন্যও একটি বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি করা হয়েছে৷ মহিষাবিল স্লুইসগেট কেলেঙ্কারির তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তিরও দাবি জানান জেলা কংগ্রেস সভাপতি বণিক৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker