NE UpdatesBarak UpdatesBreaking News

রাজ্যসভার সাংসদ থেকে পদত্যাগ ভুবনেশ্বর কলিতার
Congress MP Bhubaneshwar Kalita resigns from Rajya Sabha, reason not known as yet

৫ আগস্ট : আসামের রাজ্যসভার সাংসদ ভুবনেশ্বর কলিতা সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন। গোটা রাজ্যকে বিস্মিত করে হঠাত করেই তিনি পদত্যগ করেন। তাঁর পদত্যাগের কারণ এখনও স্পষ্ট নয়। ভুবনেশ্বর কলিতা আসাম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা রাজ্যসভায় কংগ্রেসের চিফ হুইপও ছিলেন।

তাঁর হঠাত করে এই পদত্যাগের সিদ্ধান্তে কংগ্রেস দলের অভ্যন্তরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে আসাম থেকে নির্বাচিত রাজ্যসভার অন্য এক সাংসদ সঞ্জয় সিংও পদত্যাগ করেছিলেন। সাংসদ সিংয়ের বিজেপিতে যোগদানের খবরও ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। সঞ্জয় সিংয়ের পর পদত্যাগ করা দ্বিতীয় সাংসদ হচ্ছেন কলিতা। তবে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

এদিকে নিজের টুইটে পদত্যাগের কথা ঘোষণা করলেও এ ব্যাপারে কোনও কারণ উল্লেখ করেননি সাংসদ। ৬৮ বছর বয়সী ভুবনেশ্বর কলিতা ১৯৭২ সাল থেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন। ১৯৮৩ থেকে ৮৫ পর্যন্ত আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। এরপর তিনি ২০০৪ সালে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হন।

১৯৮৪ সালে তিনি প্রথমবার রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯০ সালে পুনরায় রাজ্যসভা থেকে সাংসদ হন। ১১৯৮ সালে তিনি লোকসভা থেকে নির্বাচিত হন। ২০০১ সালে রাজ্য বিধানসভা থেকে নির্বাচিত হয়ে কেবিনেট মন্ত্রী হন। কলিতা ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পদে আসীন ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker