Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে ওয়ার্ড ভিত্তিক করোনার টিকা, চলবে ৭ দিন
Ward-wise vaccination drive to begin in Silchar, to continue for a week

ওয়েটুবরাক, ৩ জুন: কাছাড়ের জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শুক্রবার থেকে শিলচর পুর এলাকার ২৮ টি ওয়ার্ডের প্রতিটিতে ব্যাপক কোভিড টিকাকরণ কার্যসূচির সূচনা হচ্ছে। ১৮ বছরের উর্ধ্বের নাগরিকরা এই শিবিরে কোভিশিল্ড টিকা নিতে পারবেন। এতে কোনও স্লট বুকিং লাগবে না l

এর পরিপ্রেক্ষিতে ন্যাশনাল হেলথ মিশনের কাছাড় জেলা ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, শিলচর পুর এলাকার ১নম্বর ওয়ার্ডের জনসাধারণ কাছাড় হাইস্কুলে এসে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন l অনুরূপভাবে শহরের ২ নম্বর ওয়ার্ডে মালুগ্রাম গার্লস হাই স্কুলে, তিন নম্বর ওয়ার্ড স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যামন্দির, ৪ নম্বর ওয়ার্ড অভয়চরণ পাঠশালা, ৫ নম্বর ওয়ার্ল্ড ডঃ বি সি রায় হায়ার সেকেন্ডারি স্কুলে, ৬ নম্বর ওয়ার্ডে গভঃ গার্লস স্কুল, ৭ এবং ৯ নম্বর ওয়ার্ড গভঃ বয়েজ স্কুলে, ৮ নম্বর ওয়ার্ড নরসিং হাই স্কুলে, ১০ এবং ১১ নম্বর ওয়ার্ড শিলচর মহিলা কলেজে, ১২ নম্বর পাবলিক হাই স্কুলে, ১৩ নম্বর ওয়ার্ডের জন্য নেতাজি বিদ্যাভবন গার্লস হাই স্কুল নির্ধারিত হয়েছে। পাশাপাশি ১৪ নম্বর ওয়ার্ডের জন্য তরণী মোহনদাস লস্কর একাডেমি, ১৫ নম্বর ওয়ার্ড রাধামাধব কলেজ, ১৬এর জন্য লিংক রোডের শ্রীপল্লি বিদ্যামন্দির, ১৭ নং ওয়ার্ড শিলচরের টিচার্স ট্রেনিং কলেজে, ১৮ নম্বর ওয়ার্ড ঘরবরণ অমর চাঁদ প্রেমদাময়ী হাই স্কুলে, ১৯ নম্বর ওয়ার্ডে নিরঞ্জন পাল ইনস্টিটিউট, ২০ নম্বর ওয়ার্ড এম এম বালিকা বিদ্যালয়, ২১ নম্বর ওয়ার্ডে দুর্গাশংকর পাঠশালা, ২২ নম্বর ওয়ার্ড অধর চাঁদ হাই স্কুল, ২৩ নম্বর ওয়ার্ড ছোটেলাল হিন্দি পাঠশালা, ২৪নম্বর ওয়ার্ড শিলচর রেডক্রস, ২৫ নম্বর ওয়ার্ড তারাপুর গার্লস হাই স্কুল,২৬ নম্বর ওয়ার্ড শিলচর জিসি কলেজে, ২৭ নম্বর ওয়ার্ডের জন্য শিলচর কেন্দ্রীয় বিদ্যালয় এবং ২৮ নম্বর ওয়ার্ডে সূর্যকুমার হাইস্কুলে এই টিকাকরণ হবে।

টিকাকরণের সময় নাম-বয়স ইত্যাদির পরিচয়ের প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে অনুরোধ জানানো হয়েছে । গ্রামাঞ্চলের জন্য শীঘ্রই অনুরূপ টিকাকরণের বিশেষ শিবির অনুষ্ঠিত হবে বলে জেলাশাসক কীর্তি জল্লি জানিয়েছেন। কাছাড়ের জেলা প্রশাসনের পক্ষ থেকে শিলচর শহরের ২৮ টি ওয়ার্ডের জনসাধারণকে এই সেন্টারগুলোতে গিয়ে কোভিড-এর টিকা নেবার অনুরোধ জানানো হয়েছে l যাদের দ্বিতীয় ডোজ নেবার সময় হয়েছে তারা উপযুক্ত প্রমাণপত্র দেখিয়ে এই শিবিরগুলোতে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker