India & World UpdatesBreaking News
ভোটের মুখে ত্রিপুরায় মহারাজাকে সভাপতি করল কংগ্রেস
Congress makes royal scion it’s state president in Tripura

২৫ ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের মুখে ত্রিপুরায় প্রদেশ সভাপতি বদল করল কংগ্রেস। নয়া সভাপতি হলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এআইসিসির পক্ষে কেসি বেণুগোপাল এক নির্দেশে এই কথা জানান। বীরজিত সিনহার স্থলে প্রদ্যুৎবাবুকে এই বড়সড় দায়িত্ব দেওয়া হয়েছে।
সরিয়ে দিয়েও বেণু গোপাল বীরজিতবাবুর নেতৃত্বের প্রশংসাই করেছেন। উপজাতিদের অধিকতর স্বশাসনের প্রবক্তা প্রদ্যুৎবাবুকে সভাপতি করায় অউপজাতিরা ভোটে কংগ্রেসকে কীভাবে নেয়, এ নিয়ে চর্চা শুরু হয়েছে। মহারাজ অনুগামীদের দাবি, তরুণ নেতৃত্বে সংগঠন উজ্জীবিত হবে।