Barak UpdatesHappeningsBreaking News

দুর্ঘটনায় জখম কংগ্রেস নেতা পার্থ চক্রবর্তী
Congress leader Partha Chakraborty met with an accident

২৩ অক্টোবর: দুর্ঘটনায় জখম হলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থরঞ্জন চক্রবর্তী৷ বুধবার তিনি কলকাতা থেকে শিলচর আসেন৷ কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে নিজের ওয়াগনারে বাড়ি ফিরছিলেন৷ কালীবাড়ি রোড হয়ে লাঠিগ্রাম থেকে মহাসড়কে ওঠার সময়ে দুর্ঘটনাটি ঘটে৷ তার গাড়ির সামনে একটি বোলেরো ছিল৷ এর সামনে একটি অ্যাম্বুলেন্স৷ তিনটি গাড়িই শিলচর অভিমুখে চলছিল৷

Rananuj

মহাসড়কে ওঠার সময় অ্যাম্বুলেন্সটি প্রথমে আচমকা জোরে ব্রেক কষে৷ সামলে নেয় বোলেরো৷ এর চালকও সমান ক্ষিপ্রতায় গাড়ি নিয়ন্ত্রণে নিয়ে আসে৷ ব্যর্থ হয় পার্থবাবুর ওয়েগনার চালক৷ প্রবল জোরে বোলেরোতে ধাক্কা মারে৷ পার্থবাবু মাথা, নাক, বুক ও হাঁটুতে চোট পান৷ সঙ্গে সঙ্গে তাঁকে শিলচরের সাউথ সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

তাঁর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সব চোটই সামলে নেওয়ার মত৷ কিন্তু মুশকিল হয়েছে, পার্থবাবুর এক পায়ে আগে থেকেই সমস্যা রয়েছে৷ এ দিন অন্য পায়ের হাঁটুতে মারাত্মক চোট লেগেছে৷ ডাক্তাররা জানিয়েছেন, হাঁটুর মালাইচাকি ভেঙে গিয়েছে৷ অস্ত্রোপচার করতে হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker