NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

সীমান্তে যেতে বাধা, ধলাইয়েই আটকে দিল কংগ্রেস প্রতিনিধি দলকে
Congress delegation prohibited to go to border, stopped at Dholai

ওয়েটুবরাক, ২৮ জুলাইঃ মিজোগুলিতে ছয় জওয়ানের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে আসাম-মিজোরাম সীমান্ত এলাকা পরিদশর্নে এসেছিলেন এআইসিসি ঘোষিত কংগ্রেস প্রতিনিধি দল। কিন্তু জেলা প্রশাসন তাদের সীমান্ত পর্যন্ত যেতে দেয়নি। ধলাইয়েই তাদের আটকে দেওয়া হয়।

এই ঘটনায় প্রতিনিধি দলের সদস্যরা তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। ধলাইয়ে আটকে পড়া প্রদেশ কংগ্রেস সভাপতি ভূুপেন বরা বলেন, “আমরা তো ভারত-পাকিস্তান সীমান্তে যেতে চাইনি। নিজেদের আন্তঃরাজ্য সীমান্তে যেতে চেয়েছিলাম। তাও যেতে দেওয়া হচ্ছে না। তাঁর কথায়, কংগ্রেস রাজ্যের প্রধান বিরোধী দল। মানুষের বিপদের সময়ে তাদের খবর নেওয়া আমাদের দায়িত্ব। কিন্তু প্রশাসন আমাদের তাও করতে দিচ্ছে না।”

বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া জানান, “জেলা প্রশাসনকে গতকালই আজকের সফরের কথা জানানো হয়েছিল৷ আমরা ঘটনাস্থলে যেতে চাইছিলাম৷ প্রশাসন জানায়, লায়লাপুর পর্যন্ত যেতে পারবেন৷ এর পরে নয়৷ কিন্তু আজ লায়লাপুরও যেতে দেওয়া হল না৷”

সোমবারের ঘটনার পর মঙ্গলবার সকালেই এআইসিসি সাত সদস্যের প্রতিনিধিদল গঠন করে। তাদের আজ বুধবার আসাম-মিজোরাম সীমান্ত পরিদর্শন করে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। ওই প্রেক্ষিতেই পাঁচজনের প্রতিনিধি দল আজ সকালে রওয়ানা হয়েছিলেন। এই দলে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা, কার্যবাহী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, উপনেতা রকিবুল হোসেন এবং মহিলা কংগ্রেস সর্বভারতীয় সভাপতি সুস্মিতা দেব। রয়েছেন অন্যান্য নেতৃবৃন্দও। প্রতিনিধি দলের অপর দুই সদস্য সাংসদ  গৌরব গগৈ ও প্রদ্যোত বরদলৈও এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন ভূপেনবাবু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker