Barak UpdatesBreaking News
করিমগঞ্জে মনোনয়ন দিল কংগ্রেস, ইউডিএফ, তৃণমূলCongress, AIUDF & TMC submits nomination at Karimganj
২৫ মার্চঃ করিমগঞ্জ লোকসভা আসনে আজ তিনজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র পেশ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন বিদায়ী সাংসদ রাধেশ্যাম বিশ্বাস, কংগ্রেসের স্বরূপ দাস এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দন দাস।
রাধেশ্যামবাবুকে কংগ্রেসে বিবাদ দেখা দিলেও তিনি শেষপর্যন্ত তাঁর তালা-চাবি আকড়েই থেকে যান। মনোনয়ন জমা করে বেরিয়ে বলেন, কংগ্রেসের টিকিট চাওয়ার খবর একেবারে ভিত্তিহীন। কংগ্রেসের জেলা সভাপতি কেন তাঁর জন্য টিকিট চাইলেন, সে কথা তাঁর জানা নেই।
অন্যদিকে, কংগ্রেস প্রার্থী স্বরূপ দাসের তফশিলি জাতি পরিচিতি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এ প্রসঙ্গে স্বরূপবাবু বলেন,‘এসসি-এসটি কারও গায়ে লেখা থাকে না। নথি দিয়ে প্রমাণ করতে হয়।’ মনোনয়ন পত্রের সঙ্গে তাঁর তফশিলি জাতির শংসাপত্রের প্রতিলিপি জমা করেছেন বলে জানান কংগ্রেস প্রার্থী।
বিজেপি আগেই জানিয়ে রেখেছে, তাঁদের প্রার্থী কৃপানাথ মালা মঙ্গলবার মনোনয়ন পত্র পেশ করবেন। কেন্দ্রীয় ভারি শিল্প প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় সে সময় তাঁর পাশে থাকার কথা থাকলেও রাতে জানানো হয়, তিনি আসতে পারবেন না। তবে উত্তর প্রদেশের মন্ত্রী ড. মহেন্দ্র সিং শহরে আয়োজিত মনোনয়ন-পরবর্তী সভায় বক্তৃতা করবেন।