Barak UpdatesBreaking News

মলিন শর্মা স্মরণে রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের শোকসভা
Condolence meeting in memory of Molin Sharma conducted by Railway Employees Union

২ আগস্টঃ চিত্রসাংবাদিক মলিন শর্মার  অকালপ্রয়াণে গত বুধবার রাতে এক শোকসভার আয়োজন করে এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের শিলচর শাখা। উপস্থিত প্রত্যেক সদস্য মলিনবাবুর সারাক্ষণের হাসিমাখা মুখ, সময়ানুবর্তিতা, মূল্যবোধের কথা উল্লেখ করেন। তাঁরা এই দুর্ঘটনা ও পরবর্তী দুঃখজনক পর্বের জন্য প্রশাসনকে দোষারোপ করেন। বলেন, প্রশাসন সামান্য সতর্ক থাকলে এমন একজন চিত্র সাংবাদিককে এভাবে প্রাণ হারাতে হতো না।

Rananuj

তাঁরা রাত ১টার আগে যেন কোনও অবস্থায় টিপার সহ কোনও ভারি যানবাহনকে শহরে ঢুকতে দেওয়া না হয়, সে ব্যাপারে জোরালো দাবি রাখেন। মলিনের মৃত্যুর জন্য দায়ী টিপার ও তার চালককে এখনও ধরতে না পারায় রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন তীব্র ক্ষোভ ব্যক্ত করে। দ্রুত খুনি টিপারটিকে শনাক্ত করে চালককে গ্রেফতার করার আর্জি জানান। সেইসঙ্গে মলিনবাবুর পরিবারে পর্যাপ্ত আর্থিক সাহায্য ও তাঁর স্ত্রীকে চাকরিরও দাবি তোলা হয়। শেষে দুই মিনিট নীরবতা পালনের মাধ্যমে মলিন শর্মার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হয়।

তাঁর স্মৃতিচারণ করেন সভাপতি সুজন মিত্র, সম্পাদক কল্যাণকুমার নাথ, যুগ্ম সম্পাদক গৌরাঙ্গমোহন দাস, রবি বসু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker