India & World UpdatesAnalyticsBreaking News
এখনও সংকটজনক প্রণব মুখোপাধ্যায়Condition of Pranab Mukherjee still critical
আনন্দ ও দুঃখ মেনে নেওয়ার শক্তি যেন দেন ঈশ্বর, টুইট প্রণব কন্যার
১২ আগস্ট : আরও সংকটজনক দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বুধবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা গিয়েছে। চিকিত্সায় সাড়া দিচ্ছেন না তিনি। মস্তিষ্কে নতুন করে রক্তক্ষরণ শুরু হয়েছে। ক্লটের জন্য সোমবার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। সোমবার দুপুরে নিজেই টুইট করে জানিয়েছিলেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দিল্লিতে সেনাবাহিনীর আর অ্যান্ড আর হাসপাতালে দীর্ঘক্ষণ অস্ত্রোপচার করে প্রণব মুখার্জির মস্তিষ্কে জমাট বেধে যাওয়া রক্ত বের করা হয়েছে।
এদিকে, টুইট বার্তায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লিখেছেন, গত বছর ৮ আগস্ট আমার অন্যতম আনন্দের দিন ছিল। কারণ আমার বাবা ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক একবছর পরে ১০ আগস্ট তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। যেটা ভালো ঈশ্বর যেন সেটাই করেন এবং সমানভাবে জীবনের আনন্দ ও দুঃখ মেনে নেওয়ার শক্তি যেন আমায় দেন। তাদের চিন্তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
এক বছর আগে আগস্ট এর দ্বিতীয় সপ্তাহে ভারতরত্ন পেয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। এবার সেই দ্বিতীয় সপ্তাহে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এদিন সকালে সেই আক্ষেপ করলেন প্রাক্তন রাষ্ট্রপতির কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।