NE UpdatesAnalyticsBreaking News

রাজনীতির জন্য শ্যামাপ্রসাদ সম্মান সর্বানন্দকে
CM Sonowal conferred Shyama Prasad Mukherjee award

২৯ ফেব্রুয়ারি : রাজনীতিতে মর্যাদাপূর্ণ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মান পেলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। গুজরাটের টেন্ট সিটি নর্মদায় আয়োজিত ষষ্ঠ ইন্ডিয়া আইডিয়াস কনক্লেভে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর হাতে এ সংক্রান্ত মানপত্র তুলে দেন  বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও মালদ্বীপের পিপলস মজলিসের অধ্যক্ষ মোহাম্মদ নাসির। এই সম্মান হিসেবে রয়েছে একটি শংসাপত্র, ট্রফি ও এক লক্ষ টাকার চেক।
সম্মান গ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেছেন, এর ফলে দায়িত্ব ও কর্তব্য আরও অনেক বেড়ে গেল। তিনি বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ অনুসরণ করে আগামী দিনে তিনি দেশের অখন্ডতা রক্ষায় কাজ করে যাবেন। মুখ্যমন্ত্রী এ দিন এই সম্মান আসামের জনগণের প্রতি উৎসর্গ করেছেন। সোনোয়াল বলেন, গুজরাটের নর্মদা নদীর তীরে নির্মিত স্ট্যাচু অব ইউনিটি দেশের অখন্ডতার প্রতীক। তিনি আসাম ও গুজরাটের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথাও এ দিন উল্লেখ করেছেন।
প্রসঙ্গক্রমে, তিনি ড. ভূপেন হাজরিকার স্ত্রী গুজরাটের প্রিয়ংবদা পাতিলের কথা উল্লেখ করেন। উল্লেখ্য, ইন্ডিয়া ফাউন্ডেশন প্রতিবছর অর্থনীতি, রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড ও চলচ্চিত্রে অবদানের জন্য বিশিষ্টদের সম্মান জানায়। এ বছর বিশিষ্ট অর্থনীতিবিদ এন কে সিং, চলচ্চিত্র নির্মাতা ভারত মালা, সমাজকর্মী পারাচরণকে সম্মান সম্মান প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker