Barak UpdatesBreaking News
বজরং পুনিয়া, দীপা মালিককে খেলরত্ন
Bajrang, Puniya & Dipa Malik nominated for Khel Ratna award

১৭ আগস্টঃ বজরং পুনিয়া ও দীপা মালিককে ২০১৯ বর্ষের রাজীব গান্ধী খেলরত্নের জন্য মনোনীত করা হয়েছে। জাতীয় ক্রীড়া পুরস্কার নির্বাচন কমিটির দুইদিন ব্যাপী বৈঠকে তাদের নাম চূড়ান্ত করা হয়েছে। ছয়জনকে কোচকে এ বার দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে বিমল কুমার, সন্দীপ গুপ্তা ও মহিন্দর সিং ধিঁলোকে বেছে নেওয়া হয়েছে নিয়মিত ক্যাটাগরির জন্য। আজীবন অবদানের ক্যাটাগরিতে পাচ্ছেন মার্জবেন প্যাটেল, রামবীর সিং খোক্কর ও সঞ্জয় ভরদ্বাজ।
অর্জুন সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে তেজিন্দরপল সিং তোর, মহম্মদ আনাস ইয়াহিয়া, এক ভাষ্করন, সোনিয়া লাথার, রবীন্দ্র জাডেজা, চিংলেনসানা সিং কাঙ্গুজাম, অজয় ঠাকুর, গৌরব সিং গিল, প্রমোদ ভগত, অঞ্জুম মোদগিল, হরমিত রাজুল দেশাই, পূজা ধান্ডা, ফৌয়াদ মির্জা, গুরপ্রীত সিং সাঁধু, পুনম যাদব, স্বপ্না বর্মন, সুন্দর সিং গুর্জর, বি এস প্রণীত ও সিমরন সিং সেরগিলকে।
ধ্যানচাঁদ পুরস্কার পাচ্ছেন ৫জন। তাঁরা হলেন মেনুয়েল ফ্র্যাডরিকস, অরূপ বসাক, মনোজ কুমার, নীতীন কির্তনে ও সি লালরেমসাঙ্গা। এ ছাড়া, গগন নারাঙ স্পোর্টস প্রমোশন ফাউন্ডেশন, জিও স্পোর্টস এবং রায়লসিমা ডেভেলপমেন্ট ট্রাস্টকে প্রদান করা হচ্ছে রাষ্ট্রীয় খেল প্রোতসাহন পুরস্কার।
মৌলানা আবুল আজাদ ট্রফির জন্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করা হয়। এই বছর তিন স্থানে বেছে নেওয়া হয়েছে চণ্ডীগড়ের পাঞ্জাব ইউনিভার্সিটি, অমৃতসরের গুরুনানক দেব ইউনিভার্সিটি এবং পাতিয়ালার পাঞ্জাবি ইউনিভার্সিটিকে।