NE UpdatesHappeningsBreaking News
বিধায়ক পদে ইস্তফা দিয়ে ত্রিপুরার দুই নেতা কংগ্রেসে
ওয়েটুবরাক, ৮ ফেব্রুয়ারি : সোমবারই তাঁরা ত্রিপুরা বিধানসভার সদস্যপদে ইস্তফা দিয়েছেন৷ ছেড়েছেন বিজেপির প্রাথমিক সদস্য পদও৷ মঙ্গলবার সকালে সুদীপ রায় বর্মন, আশিস সাহা সাক্ষাৎ করেন রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে৷ কোনও পক্ষ এখনও সরকারি ভাবে ঘোষণা না করলেও আলোচনা যে সন্তোষজনক হয়েছে, তা তাঁদের হাবেভাবেই স্পষ্ট৷ রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে ছবি তোলেন সুদীপ-আশিস৷ সঙ্গে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহাও৷ বিভিন্ন সূত্রে তা সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷
দুই বিজেপি বিধায়কের ইস্তফার দরুন বর্তমানে শাসক দলের শক্তি কমে হয়েছে ৩৩৷ সুদীপ-আশিসদের দাবি, আরও কয়েকজন বিধায়ক দলত্যাগে প্রস্তুত রয়েছেন৷ খুব শীঘ্র বিপ্লব দেবের সরকার সংখ্যালঘু হয়ে পড়বে৷ বিজেপি সভাপতি ডা. মানিক সাহা অবশ্য এমন দাবি উড়িয়ে দেন৷