NE UpdatesHappeningsBreaking News

আসুতে গুরুত্ব হারালেন সমুজ্জ্বল ভট্টাচার্য

১৬ অক্টোবর: সারা অসম ছাত্র সংস্থায় গুরুত্বহীন হয়ে পড়েছেন মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য৷ সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ কারও নাম না নিলেও তাঁকে শুক্রবার তিরে বিঁধেন৷

প্রফুল্লকুমার মহন্ত-ভৃগু ফুকনের পর সারা অসম ছাত্র সংস্থা (আসু)-র সফল জুটি বললে সর্বানন্দ সোনোয়াল-সমুজ্জ্বল ভট্টাচার্যকেই বোঝায়৷ সর্বানন্দ ছিলেন সভাপতি, সমুজ্জ্বল সাধারণ সম্পাদক৷ সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী হয়ে সর্বানন্দ অসমের মুখ্যমন্ত্রী৷ সমুজ্জ্বল ছাত্র সংস্থা ছেড়ে যাননি৷ সভাপতি, উপদেষ্টার পর কয়েক বছর ধরে ছিলেন মুখ্য উপদেষ্টা৷ দিল্লিতে বৈঠক বা নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলন, সবকিছুতেই আসু-র একটাই মুখ সমুজ্জ্বল ভট্টাচার্য৷

নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব ঘিরে বর্তমান কমিটির সঙ্গে তাঁর সংঘাত বাঁধে৷ তাঁর আপত্তি উপেক্ষা করেই আসু গঠন করে নতুন রাজনৈতিক দল৷ শুক্রবার সাংবাদিকরা সমুজ্জ্বল প্রসঙ্গ তুলতেই সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ বলেন, আসু ব্যক্তিপূজা করে না৷ এটি একটি গণতান্ত্রিক সংগঠন৷ নীতি আদর্শ মেনে সবাই কাজ করেন৷ নাম উল্লেখ না করে তিনি সমুজ্জ্বল ভট্টাচার্যকে ষড়যন্ত্রকারী বলতেও ছাড়েননি৷ লুরিনজ্যোতির বক্তব্য, পদসর্বস্ব বা বিষয়ভিত্তিক চিন্তা করে কেউ কেউ ষড়যন্ত্র করছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker