Barak UpdatesHappeningsBreaking News

হাইলাকান্দিতে আরও ৩০ টিকাকেন্দ্র, ৪৫-ঊর্ধ্বদের রেজিস্ট্রেশনের দরকার নেই

ওয়েটুবরাক, ২৮ মে: হাইলাকান্দি জেলার ৪৫ বছর বয়সের ঊর্ধ্বের ব্যক্তিরা জেলার ৩০টি নতুন ভ্যাকসিনেশন সেন্টারে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টিকা গ্রহণ করতে পারবেন। টিকা গ্রহণ কেন্দ্রে উপস্থিত হলেই টিকা নেওয়া যাবে৷ ৪৫-উর্ধ্বের নাগরিকদের কোনও ধরনের রেজিস্ট্রেশন লাগবে না৷ জেলা জনসংযোগ জানিয়েছে, বৃহস্পতিবার এ সংক্রান্ত এক নির্দেশ জারি করা হয়েছে। ৩০টির মধ্যে হাইলাকান্দি পুর এলাকায় রয়েছে ১০টি ভ্যাকসিনেশন সেন্টার এবং বাকি কুড়িটি রয়েছে জেলার অন্যান্য প্রান্তে।

হাইলাকান্দি পুর এলাকার মধ্যে থাকা ভ্যাকসিনেশন সেন্টারগুলি হল ১ নং ওয়ার্ডের সাউথ পয়েন্ট এমই স্কুল, ১৫ নং ওয়ার্ডের শ্যামাচরণ জ্ঞানদা সুন্দরী পাঠশালা, ৯ নং ওয়ার্ডের শিশু সদন ইংলিশ মিডিয়াম এমই স্কুল, ১৪ নং ওয়ার্ডের হরকিশোর হাইস্কুল, ৫ নং ওয়ার্ডের রামচন্দ্র মুক্তবাসী এমই স্কুল, ৪ নং ওয়ার্ডের টাউন এমই স্কুল, ১২ নং ওয়ার্ডের ইন্দ্রকুমারী গার্লস এইচএস স্কুল, ৩ নং ওয়ার্ডের ঋষি অরবিন্দ এলপি স্কুল, ৮ নং ওয়ার্ডের গাঙ্গপার-ধূমকর এমই স্কুল এবং ১১ নং ওয়ার্ডের রাঙাউটি গার্লস হাইস্কুল।

এছাড়া জেলার অন্যান্য স্থানের ভ্যাকসিনেশন সেন্টারগুলি হল মাটিজুরি এইচএস হাইস্কুল, মোহনপুরের প্রেমলোচন এইচএস স্কুল, চিপরসাঙ্গন পাব্লিক হাইস্কুল, নিতাইনগরের আইএ মেমোরিয়াল হাইস্কুল, বোয়ালিপারের ঈশ্বরচন্দ্র এমসি হাইস্কুল, জানকীবাজার এমই স্কুল, পাঁচগ্রাম টাউন হাইস্কুল, শিরিষপুরের এস কে দেব হাইস্কুল, বাহাদুরপুরের সোনাহর আলী মেমোরিয়াল হাইস্কুল, জামিরা হাইস্কুল, কাটলীছড়ার অরণ্যপুর এমভি স্কুল, ২৪৪ নং উজান মাধবপুর এলপি স্কুল, আপিন রঙপুরের পল্লীমঙ্গল হাইস্কুল, সাহাবাদ হাই মাদ্রাসা, টান্টুর এ কে হাই মাদ্রাসা, লালাছড়ার বি বি মোদী হাইস্কুল, কৃষ্ণপুরের জয়মঙ্গল হাইস্কুল, মনাছড়া হাইস্কুল, কালাছড়ার এন টি মডেল হাইস্কুল এবং বক্রিহাওরের কৃষ্ণরাম এমই স্কুল। নতুন এই ৩০টি ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে ৪৫ ঊর্ধ্বের ব্যক্তিদেরকে টিকা গ্রহণের জন্য প্রশাসন থেকে বৃহস্পতি ও শুক্রবার শহর হাইলাকান্দি সহ জেলার বিভিন্ন জনবহুল এলাকায় মাইকযোগে আবেদন জানানো হয়েছে। শুক্রবার জেলার সিংহালা, কৈয়া এবং শিরিষপুর চা বাগানে ৪৫ বছরের উর্ধ্বের নাগরিকদেরকে টিকা গ্রহণের আবেদন জানিয়ে ব্যাপক মাইকিং করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker