Barak UpdatesBreaking News

নবোদয়ের প্রাক্তনীদের নিয়ে সাফাইয়ে শিলচরের পথে নামলেন জেলাশাসক
Cleanliness drive undertaken at Silchar by DC Cachar along with former students of Navodaya

৫ মে : কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি রবিবার নিউ শিলচর ও সংশ্লিষ্ট এলাকায় পয়লাপুলের জওহর নবোদয় বিদ্যালয়ের উৎসাহী সদস্যদের সঙ্গে নিয়ে কাছাড়ের জেলা প্রশাসনের পক্ষ থেকে এক ট্রেস ট্যাগ চ্যালেঞ্জ তথা স্বচ্ছতা অভিযানের নেতৃত্ব দেন। শিলচর বরাক মার্কেট এবং স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর শাখার পাশে এই পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এই অভিযান চলাকালীন জেলাশাসক জওহর নবোদয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ও সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে আবর্জনা পরিষ্কার করেন। জেলাশাসক বরাক মার্কেট তথা স্থানীয় দোকান মালিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন এবং সেখানকার ব্যবসায়ীদের শিলচর শহরকে আবর্জনামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে সহযোগিতার আবেদন জানান। জেলাশাসক বর্জ্য নিষ্কাশন নিয়ম অনুযায়ী শুকনো আবর্জনা নালা-নর্দমায় ফেলা নিষেধ বলে উল্লেখ করে ব্যবসায়ীদের আবর্জনা সংগ্রহের কাজে নিযুক্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সহায়তা করার আহবান জানান। তিনি প্রথমেই বর্জ্য বিচ্ছিন্নকরণ প্রক্রিয়ার ওপর গুরুত্ব আরোপ করে সবার দৃষ্টি আকর্ষণ করেন। এই অভিযানে সহকারী কমিশনার নবনীতা হাজরিকা সহ জেলা প্রশাসনের অন্য কর্মকর্তা ও স্বচ্ছ ভারত অভিযানের কর্মকর্তারা অংশ নেন।

প্রসঙ্গত, কাছাড়ের জেলা প্রশাসন শিলচর শহরের কুড়িটি এমন এলাকা চিহ্নিত করেছে, যে সকল স্থানে বেশি আবর্জনা ফেলা হয়। এই স্থানগুলি হচ্ছে পার্ক রোড, ভেটেরিনারি হাসপাতাল, ইটখলা পয়েন্ট, ন্যাশনাল হাইওয়ে এলাকা, গান্ধীমেলা রোড, নিউমার্কেট, সুভাষ নগর, ইন্দ্রপ্রস্থ হোটেলের সংলগ্ন স্থান, সোনাই রোড পয়েন্ট, শিলংপট্টি, অম্বিকাপট্টি পয়েন্ট, সেন্ট্রাল রোড পয়েন্ট, ইন্ডিয়া ক্লাব পয়েন্ট, হাইলাকান্দি রোড, জানিগঞ্জ, উকিলপট্টি, পানপট্টি সহ আরও বেশ কিছু স্থান। এই স্থানগুলোতে স্বচ্ছতা অভিযান চালানোর কথা উল্লেখ করা হয়েছে। জেলা প্রশাসন শুকনো ও ভেজা বর্জ্য পৃথকীকরণের ওপর জোর দিয়েছে যাতে ভেজা বর্জ্য পদার্থ শুকনো বর্জ্যতে রূপান্তরিত করা যায় ও প্লাস্টিকের পুনর্ব্যবহারের জন্য পাঠানো যায়। এ দিকে, শিলচর শহরকে পরিস্কার ও দূষণমুক্ত রাখার জন্য কাছাড়ের জেলা প্রশাসন সব স্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker