Barak UpdatesBreaking News
৬ নং ধারা, উদ্বেগে বরাক বঙ্গClause 6: Barak Banga expresses anguish
২৮ আগস্টঃ দুদিন বাদেই এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এ নিয়ে অসমের বঙ্গভাষীদের দুশ্চিন্তার শেষ নেই। এর মধ্যে জুড়ে গিয়েছে অসম চুক্তির ৬ নং ধারার বাস্তবায়ন প্রক্রিয়া। এ নিয়ে এখন নতুন উতকণ্ঠা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনও এ নিয়ে উদ্বেগে।
সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত বলেন, রাজ্যে বাঙালি ও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলির সংবিধানপ্রদত্ত সমস্ত অধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই অধিকার লোপ পেলে ভবিষ্যত প্রজন্মের জীবনযাপন অন্ধকারময় হয়ে দাঁড়াবে। তিনি রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবাইকে প্রতিবাদের আহ্বান জানান।
তাঁর কথায়, অসমিয়া জনগোষ্ঠীর সাংবিধানিক সুরক্ষার নামে বাঙালি ও অন্যান্যদের ভাষা-সংস্কৃতির পরিচয় মুছে ফেলা, ভোটে প্রতিদ্বন্দ্বিতা, সরকারি-বেসরকারি পর্যায়ে নিযুক্তি, ব্যবসা-বাণিজ্য ও জমি কেনাবেচার সংবিধান প্রদত্ত অধিকার কেডে নেওয়ার যে চেষ্টা চলছে, বঙ্গ সাহিত্য তা কিছুতেই মেনে নেবে না।