India & World UpdatesAnalyticsBreaking News
ভুয়ো খবর রুখতে পদক্ষেপ নিক কেন্দ্র, নির্দেশ সুপ্রিম কোর্টের
Supreme courts asks centre to take steps against fake news

৩১ মার্চ : করোনা নিয়ে একের পর এক গুজব ও ভুয়ো খবর রুখতে যতটা সম্ভব কড়া পদক্ষেপ গ্রহণ করতে কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, যারা ফেক খবর ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে অপরাধমূলক পদক্ষেপ নিতে হবে। তাদের অপরাধী হিসেবে শাস্তি দেওয়া হবে।
সুপ্রিম কোর্ট সরকারকে এ দিন নির্দেশ দিয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যাটবক্সের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। যাতে মানুষ করোনা নিয়ে ভুয়ো খবরে বিভ্রান্ত না হন। এ ব্যাপারে কেন্দ্র সরকার জানিয়েছে, কাজ চলছে, খুব শীঘ্রই তা হয়ে যাবে। একই সঙ্গে সরকারকে দূরদর্শন সহ সব চ্যানেলে ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মানুষকে সচেতন করার জন্যও নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত।
সুপ্রিম কোর্ট জানায়, ফেসবুক, ট্যুইটার, টিকটক সহ সব সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর রুখতে সরকারকে কড়া ব্যবস্থা নিতে হবে। করোনা নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করছে বিভিন্ন রাজ্যসরকার।