NE UpdatesHappeningsBreaking News
প্রথম থেকে একাদশ, সব পাশ ত্রিপুরায়
Class I to XI, all promoted in Tripura

১৯ এপ্রিল : ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ রবিবার জানিয়েছেন, করোনা ভাইরাস মহামারির প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির জন্য রাজ্যের প্রথম থেকে নবম এবং একাদশ শ্রেণির সব পড়ুয়াদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এও জানান, ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থাও শুরু করেছে রাজ্য সরকার।
শিক্ষামন্ত্রী বলেন, উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ক্লাসের পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাস রবিবার থেকে রাজ্যের ১৪টি লোকাল ক্যাবল চ্যানেলে শুরু হয়েছে। তাছাড়া আগের ক্লাসগুলো পড়ুয়ারা ইউটিউবে ‘ত্রিপুরা শিক্ষা বন্ধু’ শীর্ষক ক্যাটেগরিতে পেয়ে যাবে। তিনি আরও জানান। লকডাউনের আগেই রাজ্যের বিভিন্ন ক্লাসের পরীক্ষা নেওয়া হয়েছে। লকডাউনের ফলে যতদিন পর্যন্ত না ক্লাস শুরু হচ্ছে, ততদিন পড়ুয়ারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারে, সে কথা চিন্তা করে রাজ্য সরকার অ্যাপস এবং লোকাল টিভি চ্যানেলের মাধ্যমে অনলাইন পাঠদান প্রক্রিয়া শুরু করেছে।
সঙ্গে তিনি বলেছেন, লকডাউন শেষ হলেই ৪ মে থেকে রাজ্যের স্কুলগুলোতে নিয়মিত ক্লাস শুরু হয়ে যাবে। ত্রিপুরার শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যের ২২টি ডিগ্রি কলেজ ও ৭টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেও অনলাইন ক্লাস চলছে। এজন্য বিভিন্ন বিষয় ও সেমিস্টার ভিত্তিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। মন্ত্রী জানান, যদি কোনও ছাত্র পাঠদান সংক্রান্ত কোনও সমস্যার মধ্যে পড়ে, তবে তারা ই-মেইল অথবা টেলিফোনের মাধ্যমে শিক্ষকদের সঙ্গেও কথা বলতে পারবে।