NE UpdatesIndia & World UpdatesAnalytics
মনমোহন সিংকে নিয়ে লেখা বইয়ের উন্মোচন করলেন রাওয়াতBook written on Manmohan Singh released by Harish Rawat
২৮ অক্টোবর : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং সম্পর্কে লেখা একটি বইয়ের উন্মোচন করা হয়েছে। নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের প্রেক্ষাগৃহে সোমবার অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে এই বইটি উন্মোচিত হয়। উত্তর-পূর্বাঞ্চলের উন্নতির ক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের অবদান সম্পর্কিত বিষয়ে হিতেশ্বর শইকিয়া ফাউন্ডেশন এই বইটি প্রকাশ করে। ‘সাম স্টোরিজ লেফট আনটোল্ড’ অর্থাৎ ‘অব্যক্ত কিছু কাহিনী’ শীর্ষক বইটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির তত্ত্বাবধায়ক হরিশ রাওয়াত।
বইটি উন্মোচনের পর রাওয়াত এটির প্রথম কপিটি ড. মনমোহন সিংহের হাতে তুলে দেন। এই বই উন্মোচন অনুষ্ঠানে প্রয়াত মুখ্যমন্ত্রী হিতেস্বর শইকীয়ার স্ত্রী তথা বরিষ্ঠ কংগ্রেস নেত্রী হেমপ্রভা শইকিয়াও উপস্থিত ছিলেন।
এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কুমারী শৈলজা এবং আসামের প্রাক্তন সাংসদ বিষ্ণুপ্রসাদ সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। আসাম থেকে পাঁচবার রাজ্যসভায় নির্বাচিত হওয়া ড. মনমোহন সিং তাঁর দুটি কার্যকালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ থেকে ২০১৯ পর্যন্ত তিনি রাজ্যসভায় আসামের প্রতিনিধিত্ব করেছেন।