India & World UpdatesBreaking News
স্পিডপোস্টে জরুরি ওষুধ সরবরাহে গুরুত্ব কেন্দ্রেরCentre emphasizes on delivery of essential medicines through speed post
১৪ এপ্রিল: লকডাউন চলাকালীন স্পিড পোস্টে ওষুধ সরবরাহের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এই পরিষেবা ও পরিকল্পনাকে ফুলপ্রুফ করে তুলতে ডাক বিভাগের সচিবকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয়আইন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এর প্রেক্ষিতে দেশের সব ডাক পরিষেবা বিভাগকে সক্রিয় করে তোলা হয়েছে। প্রতিটি রাজ্য ও রাজ্যের বাইরে জরুরি কোভিড-১৯ টেস্টিং কিট, চিকিৎসা সামগ্রী, ওষুধ-পত্র ইত্যাদির আদান-প্রদান হচ্ছে এই স্পিড পোস্টের মাধ্যমে। এতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে রেড মেইল ভ্যান ও রোড ট্রান্সপোর্ট নেটওয়ার্ক। এমনটাই জানিয়েছে তথ্য-প্রযুক্তি মন্ত্রক।
মন্ত্রক সূত্রে আরও জানা গেছে, অত্যাবশ্যকীয় ওষুধ সহ চিকিৎসা সরঞ্জাম সময়মতো হাসপাতাল সহ আমজনতার কাছে পৌঁছানোর জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে দ্রুত পরিষেবা দিতে কার্গো বিমান ও বিশেষ পার্সেল রেল চালানো হচ্ছে। এককথায় এই করোনা সংকটের সময় চিকিৎসা সংক্রান্ত সামগ্রী, ওষুধের যাতে অভাব না হয় সেদিকে অনবরত নজর রেখে চলছে সরকার। একই সঙ্গে পরিষেবা চলাকালীন করোনা সংক্রমণ প্রতিরোধে নেওয়া সতর্কতাগুলো যেন আগাগোড়া মানা হয়, সেদিকেও কড়া ফরমান রয়েছে সরকারের।