India & World UpdatesHappeningsBreaking News

গাড়ির মসৃণ গতির জন্য জাতীয় সড়কে স্পিড ব্রেকার তুলে দিচ্ছে কেন্দ্র
Centre decides to remove speed breakers from National Highways for smooth driving

৮ জানুয়ারি : এ বার জাতীয় সড়কে স্পিড ব্রেকার তুলে দিতে চাইছে কেন্দ্র সরকার। যানবাহনের গতির ক্ষেত্রে অসুবিধার জন্য কেন্দ্র এই পদক্ষেপ গ্রহণ করছে। সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রক বলেছে, কোনও বাঁধা না পেয়ে জোরগতিতে যানবাহন চলাচলের জন্য জাতীয় সড়ক নির্মাণ করা হয়েছে। মন্ত্রক বলেছে, টোল প্লাজাগুলোতে ফাস্ট-ট্যাগ কার্যকর করা এবং নগদ অর্থ লেনদেনকে ফাস্ট-ট্যাগ লেনদেনে পরিবর্তিত করার পাশাপাশি স্পিড ব্রেকার ও টোলপ্লাজায় থাকা রাম্বল স্ট্রিপ তুলে দেওয়া হচ্ছে, যাতে যানবাহনের গতি আরও মসৃণ করা সম্ভব হয়। এর পাশাপাশি বলা হয়েছে, স্পিড ব্রেকারগুলো গাড়ি চলাচলে দেরি করে এবং যাত্রীদের জন্য অস্বস্তির সৃষ্টি করে। তাছাড়া গাড়ির ক্ষতি যেমন হয়, তেমনি বেশি জ্বালানিও খরচ হয়।

Rananuj

মন্ত্রক এও বলেছে, এই পদক্ষেপ গ্রহণ করলে অর্থ যেমন বাঁচবে, তেমনি গাড়ির ক্ষতিও কম হবে। বিশেষ করে জাতীয় সড়ক ধরে চলা অ্যাম্বুলেন্স বা বয়স্ক যাত্রীর জন্যও স্পিড ব্রেকারহীন যাত্রা আরামপ্রদ হবে। তাছাড়া টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল সংগ্রহের ইতিবাচক দিকটি এখন প্লাজায় আসা-যাওয়া করা যাত্রীরা উপলব্ধি করতে পারছেন বলে মন্ত্রক মনে করে। ফাস্ট-ট্যাগ কার্যকর করার পর থেকে টোল প্লাজায় গাড়ির অপেক্ষা করার সময় আগের থেকে প্রায় ২ মিনিট কমে গিয়েছে বলেও জানা গিয়েছে। ট্রাফিক মিনিটরিং সিস্টেমের তথ্য অনুসারে, দৈনিক গড় হিসেবে প্রায় ৬০ লক্ষ যানবাহন টোল অতিক্রম করে। টোল প্লাজায় হওয়া জ্বালানির অপচয়ের জন্য বছরে ১২ হাজার কোটি টাকা লোকসান হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker