Barak UpdatesBreaking News

অম্বিকাপুর পূর্বপাড়া পুজোর শতবর্ষে উনিশে মে-তে স্বাস্থ্যশিবির ও বসে আঁকো
Centenary celebration of Durga Puja of Ambikapur Purba Para, sit & draw competition & health camp on 19 May

১৬ মে : অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড দুর্গাপূজার শত বর্ষপূর্তি উপলক্ষে উনিশে মে-তে একটি স্বাস্থ্য শিবির ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভাষা শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এই আয়োজন করেছে অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড পুজো কমিটি। এই শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা হবে হাসপাতাল রোডে পালকি বিবাহ ভবনে। শুরু হবে সকাল ১১টা থেকে। শিবিরে শহরের বিশিষ্ট চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন। তাছাড়া রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে। সঙ্গে এ দিন সন্ধ্যায় থাকবে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Rananuj

উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বসে আঁকো প্রতিযোগিতায় যারা যোগ দিতে ইচ্ছুক তাদের অগ্রিম নাম নথিভুক্ত করতে হবে। এজন্য এলাহাবাদ ব্যাঙ্কের বিপরীতে স্টেট ব্যাঙ্কের এটিএম সংলগ্ন স্থানে কমিটির অস্থায়ী কার্যালয়ে ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন। প্রসঙ্গত, বসে আঁকো প্রতিযোগিতা হবে মোট চারটি বিভাগে। বয়স অনুযায়ী নাম তালিকাভুক্ত করা হবে। এই প্রতিযোগিতার বিষয় রাখা হয়েছে ‘মাতৃভাষা আমার জন্মগত অধিকার’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker