India & World UpdatesBreaking News
ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন! পাক সেনার গুলিতে জখম এক বিএসএফ জওয়ান
Ceasefire violation by Pak once again, 1 BSF jawan injured

১৭ জুন : গত ২৪ ঘন্টায় লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে অনবরত মর্টার শেলিং বর্ষণ করছে পাক সেনারা। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে বিএসএফের এক জওয়ান গুরুতর জখম হয়েছেন। তাঁকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার সকাল থেকে নতুন করে শেলিং শুরু করেছে পাকসেনা। পুঞ্চের কৃষ্ণাঘাঁটিতে এই শেলিংকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ভারত এবং পাকিস্তান সীমান্তে।
রবিবার ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ চলাকালীনই অশান্ত হয়ে ওঠে দুদেশের সীমান্ত। খেলা চলাকালীন হঠাতই ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে হেভি শেলিং শুরু করে পাকিস্তান। যদিও ভারতের তরফেও পালটা জবাব দেওয়া হয়। অন্ধকারে নতুন করে গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত। দ্রুত স্থানীয় মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে, সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন হওয়ার সঙ্গে ভারতীয় সেনাবাহিনীতে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে।
অন্যদিকে অনন্তনাগে জঙ্গি এবং নিরাপত্তাকর্মীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে। গোপন সূত্রে নিরাপত্তাকর্মীদের কাছে খবর আসে, অনন্তনাগে তিন জঙ্গি লুকিয়ে আছে। আর সে খবর পেয়েই সেখানে হানা দেয় জওয়ানরা। আর তা দেখেই নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে তারা। এ দিকে, পুরো এলাকা ঘেরাও করে ফেলেছে সেনাবাহিনী। অন্য কোথায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে কিনা তা জানতে শুরু হয়েছে তল্লাশি অভিযান।