India & World UpdatesHappeningsBreaking News
সিলেবাসের ৩০ শতাংশ বাদ দিচ্ছে সিবিএসইCBSE to reduce syllabus by 30% for classes 9 & 10
৮ জুলাই: ২০২০-২১ শিক্ষাবর্ষে সিবিএসই-র অন্তর্গত নবম থেকে দ্বাদশশ্রেণির পড়ুয়াদের পুরো সিলেবাস শেষ করতে হবে না পরীক্ষার জন্য। পাঠ্যক্রমের কিছুটা বাদ দিয়েছে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। কমেও সিলেবাসের ৩০ শতাংশ বাদ দেওয়া হয়েছে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে এসংক্রান্ত সবুজ সংকেত পাওয়ার পরই মঙ্গলবার বিকেলে এই ঘোষণা দেয় বোর্ড। আর এই সিদ্ধান্তের মূল কারণ যে করোনা তাও বলার অপেক্ষা রাখে না।
আসলে, কোভিড মহামারির নেপথ্যে কোনও শিক্ষাপ্রতিষ্ঠানই এ বছরের মার্চ মাস থেকে পড়ুয়াদের সরাসরি পাঠদান করতে পারেনি। কারণ, লকডাউন হয়ে যাওয়ায় স্কুল-কলেজ বন্ধ ছিল। অনলাইনে পড়াশোনা হয়েছে ঠিকই। কিন্তু তা নিয়ে ততোটা ভরসা দেখাচ্ছেন না শৈক্ষিক মহল। ফলে সিলেবাসে কাটছাঁট করার দাবি উঠেছে বহুদিন ধরেই। শেষপর্যন্ত এই দাবিই মান্যতা পেয়েছে সরকারি সিদ্ধান্তে। সিবিএসই-র টুইটারে ইতিমধ্যে নির্দেশিকার মাধ্যমে এব্যাপারে বিস্তারিত তুলে ধরা হয়েছে।