India & World UpdatesBreaking News

৭ ঘণ্টা রাজীবকুমারকে জেরা করল সিবিআই, আরও বাকি
CBI grills Rajiv Kumar for 7 hours, much more to come

৯ ফেব্রুয়ারিঃ ৭ ঘণ্টা শিলংয়ের সিবিআই অফিসে জেরার মুখোমুখি হতে হল কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে। সকাল ১১টা নাগাদ তিনি তদন্তকারী সংস্থার অফিসে ঢোকেন। জিজ্ঞাসাবাদ শুরু হয় একঘণ্টা পরে। আর এ দিনের জন্য বেরনোর সুযোগ মেলে রাত সাতটায়। দুপুরে একবার অবশ্য খাওয়ার জন্য বিরতি মেলে।

কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব এ দিনেই শেষ হয়নি। সিবিআই-র এক সূত্র জানিয়েছেন, রবিবার সকালে ফের তাঁকে তাঁদের অফিসে যেতে হবে। আরেক প্রস্ত জেরা হবে তখন।

এ দিকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষও এ দিন শিলঙে গিয়ে পৌঁছেছেন। তবে তাঁকে রবিবার রাজীবকুমারের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে কিনা, তা স্পষ্ট নয়।

আইপিএস রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ, সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়ের ল্যাপটপ, পেনড্রাইভ জম্মু-কাশ্মীর পুলিশের কাছ থেকে পেলেও বিশেষ তদন্তকারী দল (সিট)-এর সুপারভাইজিং অফিসার হিসাবে রাজীব কুমার সেগুলিতে থাকা সমস্ত তথ্য-প্রমাণ নষ্ট করে দিয়েছেন। এ ছাড়াও তিনি বহু জায়গায় তথ্য গোপন করেছেন বলে অভিযোগ রয়েছে।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker