India & World UpdatesSportsBreaking News
গৌতম গম্ভীরের বিরুদ্ধে মামলার নির্দেশCase against Gautam Gambhir For “Election Rally Without Permission”
২৮ এপ্রিল: বিনা অনুমতিতে নির্বাচনী সভা করার জন্য পূর্ব দিল্লি আসনের বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের বিরুদ্ধে মামলার নির্দেশ দিল নির্বাচন কমিশন। শনিবার নির্বাচন আধিকারিক কে মহেশ দিল্লি পুলিশকে এ সংক্রান্ত নির্দেশ পাঠিয়েছে। ক্রিকেটার গৌতম গম্ভীর এ বারই বিজেপিতে যোগ দিয়েছেন। পরে দল তাকে প্রার্থী করে।
April 28: The Delhi Police has filed a case against cricketer-turned-politician Gautam Gambhir for “holding a political rally without taking permission”, on the directives of the Election Commission today. The BJP’s latest recruit had not taken permission for his rally on April 25 in Delhi’s Jangpura, violating the model code of conduct, the Election Commission said. Mr Gambhir has replaced Maheish Girri as the BJP candidate from East Delhi, lining up a clash with Arvinder Singh Lovely of the Congress and AAP’s star candidate Atishi.