Barak UpdatesHappeningsBreaking News

প্রচার শেষ, রাতাবাড়িতে ২০২ ভোটকেন্দ্রে ভোট দেবেন ১.৬৫ লক্ষ ভোটার
Canvassing over, 2.65 lakh voters to exercise their franchise at 202 polling booths in Ratabari

১৯ অক্টোবর : রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে আগামী ২১ অক্টোবর উপনির্বাচন। প্রচার অভিযান শনিবার বিকেলে শেষ হয়েছে। শেষ কয়েক ঘন্টায় প্রচারে ঝড় তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। রাতাবাড়ি বিধানসভা আসনের উপনির্বাচনেও শনিবার বিকেল পাঁচটায় প্রচারাভিযান শেষ হয়েছে।

Rananuj

এই বিধানসভা আসনের উপনির্বাচনে ২০২টি ভোটকেন্দ্র। ভোটের জন্য ৯৬৮ জন সরকারি কর্মচারীকে নিয়োগ করা হয়েছে। ভোটকর্মীদের তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুক্রবার করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে সম্পন্ন হয়েছে। ভোটদানের হার বৃদ্ধি করতে প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন ধরেই বিভিন্ন সচেতনতামূলক কার্যসূচি হাতে নেওয়া হয়। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সবকটি ভোটগ্রহণ কেন্দ্রে পানীয়জল ও বৈদ্যুতিকরণের ব্যবস্থা করা হয়েছে।

জেলাপ্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার ভোটকর্মীরা ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা হবেন। ভোটের দিন ইভিএম বিকল হলে যাতে শীঘ্রই বদল করা যায়, সেজন্য রামকৃষ্ণনগর কলেজে ইন্টারমিডিয়েট স্ট্রংরুম খোলা হয়েছে। অন্যদিকে সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহণ সম্পন্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। করিমগঞ্জ জেলাশাসকের কার্যালয় উপনির্বাচন সম্পর্কিত কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে ০৩৮৪৩-২৬৫১৪৪।

করিমগঞ্জের জেলাশাসক আম্বামুথান এমপি জানিয়েছেন, রাতাবাড়ি বিধানসভা আসনে মোট ভোটার ১ লক্ষ ৬৪ হাজার ৩১২। এরমধ্যে ৮৫ হাজার ৮২৩ জন পুরুষ এবং ৭৮ হাজার ৪৮৯ জন মহিলা। মোট ২০২টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ৬টি ভোটকেন্দ্র অতি স্পর্শকাতর বলে জানান তিনি। আগামী ২৪ অক্টোবর করিমগঞ্জ কলেজে ভোটগণনা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker