Hello
NE UpdatesBarak UpdatesHappeningsBreaking NewsFeature Story

কোভিড আবহে আসাম ইউনিভার্সিটি ক্যাম্পাস রেডিও
Hello, You are now tuned to Assam University Campus Radio

ওয়েটুবরাক, ৯ জুন: ‘আসাম ইউনিভার্সিটি ক্যাম্পাস রেডিও’ শুনে শুরুতে চমকে উঠতে হয়। দক্ষিণ আসামে তো একটাই রেডিওস্টেশন, আকাশবাণী শিলচর। নামে রেডিও বলা হলেও আসলে ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই নিজেদের স্মার্ট ফোনের সাহায্যে সংবাদ তৈরি করছেন,  বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

আসলে কোভিড সংক্রান্ত খবরে নেটিজেনদের মধ্যে এখন ব্যাপক প্রতিযোগিতা। আর তাতেই যত বিভ্রান্তির সৃষ্টি। এর অবসানে উদ্যোগ নিয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের মাস কম্যুনিকেশন বিভাগের প্রথম সেমিস্টারের পড়ুয়ারা। কোভিড সংক্রান্ত সংবাদের জন্য রেডিও স্টেশন খুলে দিলেন। শুধু সংবাদ পরিবেশন করেই যে দায়িত্ব শেষ হয়ে যায় না, সেই বার্তাই তাঁরা দিতে চেয়েছেন নেটিজেনদের। যা পেলেন, তাই সামাজিক মাধ্যমে ঢেলে দেওয়ার বদলে তাঁরা বেশি গুরুত্ব দিচ্ছেন সংবাদ সূত্রে। যে সংবাদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভয়েস-রেকর্ড সংগ্রহ করতে পারছেন, সেগুলিই তারা পরিবেশন করছেন।

দিশা দাস, আহুতি শর্মা, ঝলক দাস-রা বললেন, ‘একসঙ্গে দুটি কাজ হচ্ছে আমাদের। একে অ্যাকাডেমিক ট্রেনিং বলা যায়, অন্যদিকে অতিমারির সময়ে সমাজের প্রতি দায়িত্ব পালনও।’ তাঁদের কথায়, ‘আমরা সংবাদের সঙ্গে সংবাদ সূত্রকে গুরুত্বের সঙ্গে তুলে ধরছি, যাতে বিশ্বাসযোগ্য হয়ে ওঠা যায়।’

বিভাগীয় শিক্ষক সৈয়দ মুর্তজা আলফরিদ হোসেন বলেন, এ পর্যন্ত নয়টি পোডকাস্ট  হয়েছে। ছেলেমেয়েরা হু, আইসিএমআরের বক্তব্যেই বেশি গুরুত্ব দিয়েছে। একে ‘সময়ের দাবি’ বলে উল্লেখ করেছেন ডিন জ্ঞানপ্রকাশ পান্ডে। উপাচার্য দিলীপচন্দ্র নাথ ‘উৎসাহব্যঞ্জক’ বলে মন্তব্য করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker