India & World UpdatesHappeningsBreaking News

হরিয়ানায় বিরোধী নেতা খুনে আন্তর্জাতিক গ্যাংস্টার!

ওয়েটুবরাক, ২৭ ফেব্রুয়ারি : ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি)-এর নেতা নফে সিংহ রাঠীকে খুন করার জন্য ব্রিটেন ভিত্তিক এক কুখ্যাত গ্যাংস্টার গ্রুপকে দায়িত্ব দেওয়া হয়েছিল! পুলিশের তদন্তে উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এর পরই এফআইআর-এ নতুন করে আরও তিন জনের নাম যুক্ত করা হয়েছে৷

রবিবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় নিজের গাড়ির মধ্যেই গুলিবিদ্ধ হয়ে খুন হন আইএনএলডি নেতা নফে। দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান তাঁর সঙ্গে থাকা আরও এক দলীয় কর্মী। আহত হন নফের তিন জন নিরাপত্তারক্ষী। হরিয়ানার ঝাজ্জার জেলার একটি রেল ক্রসিংয়ের সামনে যখন নফের গাড়ি দাঁড়ায়, তখন আচমকাই তার পাশে একটি এসইউভি এসে থামে। তার পর সেই গাড়ি থেকেই অতর্কিতে হামলা চালানো হয় নফের উপর।

পুলিশ এখনও ওই এসইউভি-র সন্ধান পায়নি। তারা আইএনএলডি নেতা খুনের ঘটনায় ‘আন্তর্জাতিক গ্যাংস্টার’ দলের যোগ থাকার সন্দেহ করছেন। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং কালা জ়াথেদি-র দলের শার্পশুটার হরিয়ানার নেতার খুনের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।

শুধু বিষ্ণোইরা নন, এই খুনের ঘটনায় পর্তুগালে বসবাসকারী হিমাংশু ভাউ-এর মতো গ্যাংস্টারের যুক্ত থাকার সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘মনে করা হচ্ছে জেলবন্দি গ্যাংস্টারদের দলের সদস্যরাই টাকার বিনিময়ে নফেকে খুন করেছে।’’ পুলিশ এখনও পর্যন্ত এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে মোট ১৫ জনের বিরুদ্ধে এফআরআই দায়ের করেছে। তাঁদের মধ্যে আছেন প্রাক্তন বিজেপি বিধায়ক নরেশ কৌশিকও।

অন্য দিকে, বিরোধীরা এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। হরিয়ানার মনোহর লাল খট্টর সরকারও সেই দাবি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। সোমবার হরিয়ানা বিধানসভায় নফে খুনে রাজ্য সরকারকে নিশানা করেন বিরোধী দলের বিধায়কেরা। সেই সঙ্গে ‘সিবিআই তদন্ত চাই’ বলেও আওয়াজ তোলেন। জবাবি ভাষণে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজে বলেন, ‘‘যদি হাউস সিবিআই তদন্তে সন্তুষ্ট হয়, তবে আমি সদস্যদের আশ্বাস দিচ্ছি যে আমরা মামলাটি সিবিআইকে স্থানান্তরিত করব।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker