Barak UpdatesHappeningsCultureBreaking News
নেহরু যুব কেন্দ্রের জেলা স্তরের যুব উৎসব সম্পন্ন কাছাড়ে
ওয়ে টু বরাক, ৮ ডিসেম্বর : কাছাড়ের নেহরু যুব কেন্দ্র সংগঠনের উদ্যোগে ও কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা স্তরের যুব উৎসব সম্পন্ন হয়েছে। রবিবার শিলচর ডিএনএনকে গার্লস এইচএস স্কুলে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাঁকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুর। বক্তব্য রাখতে গিয়ে বরঠাকুর বলেন, একটি দেশ উন্নত হতে হলে যুবকদের এগিয়ে আসতে হবে। যুব সমাজের সক্রিয় ভুমিকায় রাষ্ট্র বিশ্ব গুরুর আসনে অধিষ্ঠিত হবে। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অমৃতকালের পঞ্চ প্রাণ নীতি যুবকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। তাই যুবক যুবতীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তাছাড়া বক্তব্য রাখেন সাউথ পয়েন্ট স্কুলের প্রাক্তন অধ্যক্ষা জয়া দেব, ডিএনএনকে গার্লস এইচএস স্কুলের অধ্যক্ষ অভিজিৎ সাহা প্রমূখ। উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের প্রধান ড. হিমাদ্রি শেখর দাস, কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তশ্রী পাল ও বিশ্বরঞ্জন রায়, শিলচর প্রেরণা ভারতী এডিটর দিলীপ কুমার প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নেহরু যুব কেন্দ্রের উপনির্দেশক মেহবুব আলম লস্কর।
উল্লেখ্য এ দিন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যুব উৎসব সম্পন্ন হয়। যার মধ্যে বিজ্ঞান মেলা গ্রুপ ও বিজ্ঞান মেলা ব্যক্তিগত, তরুণ শিল্পী চিত্রাংকন প্রতিযোগিতা, তরুণ লেখক প্রতিযোগিতা, মোবাইল ফটোগ্রাফি, ভাষণ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিন প্রতিটি প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিজ্ঞান মেলা গ্রুপে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা প্রতিযোগীদের হাতে ৭০০০, ৫০০০, ৩০০০ টাকা সহ শংসাপত্র তুলে দেওয়া হয়। বিজ্ঞান মেলা (ব্যক্তিগত) ৩০০০, ২০০০, ১৫০০ টাকা। সাংস্কৃতিক অনুষ্ঠানে ৭০০০, ৫০০০, ৩০০০ টাকা। মোবাইল ফটোগ্রাফি ২৫০০, ১৫০০, ১০০০ টাকা। তরুণ লেখক প্রতিযোগিতায় ২৫০০, ১৫০০, ১০০০ টাকা। ভাষণ প্রতিযোগিতায় ৫০০০, ২৫০০, ১৫০০ টাকা। তরুণ শিল্পী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২৫০০, ১৫০০, ১০০০ টাকা সহ শংসাপত্র তুলে দেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহরু যুব কেন্দ্রেের কোষাধ্যক্ষ রহিম উদ্দিন লস্কর,
বাংলা সাহিত্য সভা অসমের রাজ্য সহ সাধারণ সম্পাদক তথা শিল্পাঙ্গনের অধ্যক্ষ সন্দীপন দত্ত পুরকায়স্থ, শিলচর সক্ষম -র মিঠুন রায়, নেতাজী ছাত্র যুব সংস্থার সম্পাদক দিলু দাস, কর্মায়ন সংস্থার সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস, রাইজিং ইয়ুথ সোসাইটির সভাপতি পিনাক চক্রবর্তী, সেডো ক্লাবের সভাপতি অজিত দাস, অঙ্কিতা ভৌমিক, রুমিনা লস্কর প্রমুখ।