Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় কলেজে যোগ বিষয়ক দুদিনের জাতীয় আলোচনাCachar College organises 2 days webinar on Yoga
১ জুলাই: দুদিনের ‘যোগ’ বিষয়ক জাতীয় পর্যায়ের আলোচনা বুধবার শুরু হয়েছে কাছাড় কলেজে। অনলাইন এই আলোচনার ব্যবস্থাপনায় রয়েছে কাছাড় কলেজের দর্শন বিভাগ। যোগ প্রচারক বারাণসীর সাধ্বী দিব্যপ্রভা, আইসিপিআর-এর প্রোগ্রাম অফিসার সুশীল ডুবে, হিন্দু কলেজের ড. অনন্যা বরুয়া প্রথম দিন আলোচনায় অংশ নেন। বৃহস্পতিবার, আলোচনা পর্বে বক্তব্য রাখবেন হরিদ্বার গুরুকূল বিশ্ববিদ্যালয়ের যোগ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.উধম সিং, অধ্যাপক রতন কুমার দাস, ভাস্বতী নাথ প্রমুখ। যোগ প্রক্রিয়া প্রদর্শন করবেন কৌশিক চৌধুরী ও বিশ্বজিৎ দেব
আলোচনা চক্রের সংযোজক দর্শন বিভাগের প্রধান ড. মেরিনা ইসলাম জানান, দিল্লির আইসিপিআর রয়েছে এই অনুষ্ঠানের সহযোগিতায়। তাছাড়া, উদ্বোধনী পর্বে মুখ্য অতিথি ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপচন্দ্র নাথ। যোগাভ্যাসের সুফল নিয়ে বক্তব্য রাখেন তিনি। কলেজ পরিচালন সমিতির সভাপতি অধ্যাপক সত্যভূষণ পালও উপলব্ধি প্রকাশ করেন যোগের প্রয়োজনীয়তা নিয়ে। শুরুতে এই অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন অধ্যাপক রুমি রানী লস্কর।