India & World UpdatesBreaking News

ত্রিপুরায় বেতন বাড়ল গড়ে ১৪.২ শতাংশ
7th Pay: In Tripura salary hiked by an average of 14.2 percent

১০ অক্টোবর: সরকারি কর্মচারীদের মূল্যবান উপহার দিল ত্রিপুরা সরকার। সপ্তম বেতন কমিশন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। চতুর্থর পর একলাফে সপ্তম। রাজ্য সরকারের কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতন। সরকারের এই ঘোষণায় মাসে অতিরিক্ত ব্যয় হবে ৭৬ কোটি টাকা। বছরে হাজার কোটি। নতুন বেতনকাঠামোতে ১ লক্ষ ১৩ হাজার ৮৫২জন নিয়মিত ও ৪৪ হাজার ৩৬৮জন অনিয়মিত কর্মচারীর সঙ্গে উপকৃত হবে ৬১ হাজার ২৩৪ পেনশনার। তাঁদের ২০১৮ সালের অক্টোবর থেকেই নতুন হারে সুবিধা প্রদান করা হবে। এর দরুন রাজ্য সরকারের কর্মচারীদের গড়ে ১৪.২ শতাংশ হারে বেতন বাড়বে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

বেতন বাড়ছে কন্টিনজেন্ট স্টাফদেরও। এতদিন তাঁরা ২২০ টাকা প্রতিদিন পেতেন। এখন পাবেন দৈনিক ২৫০ টাকা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বকেয়া ৯ শতাংশ ডিএ এখনই মেটানো হবে না। সপ্তম বেতন কমিশন কার্যকর করার সিদ্ধান্তে ত্রিপুরায় মঙ্গলবার সন্ধ্যা থেকেই চলছে অভূতপূর্ব উচ্ছ্বাস। স্থানে স্থানে চলে মিছিল, অভিনন্দন যাত্রা। সদিচ্ছা থাকলে কোনও প্রতিবন্ধকতাই যে প্রতিশ্রুতি পালনে বাধা হয় না, দেখিয়ে দিল এই সরকার—এক বিবৃতিতে এমন মন্তব্য করেছে নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি। ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের সম্পাদক প্রধান সমর রায় বলেছেন, সরকার প্রতিশ্রুতি পালন করায় কর্মচারীরাও তাদের দায়িত্ব পালন করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker