NE UpdatesHappeningsBreaking News

জমি-বাড়ি বা ফ্ল্যাট ক্রয়-বিক্রয়ে ১৯৬৫ সালের নথি দেখানো বাধ্যতামূলক নয়, বললেন মন্ত্রী

ওয়েটুবরাক, ১ এপ্রিল : জমি-বাড়ি বা ফ্ল্যাট ক্রয়-বিক্রয়ে ১৯৬৫ সালের নথি দেখানো বাধ্যতামূলক নয়৷ শুক্রবার বিধানসভায় কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের প্রশ্নের জবাবে এই তথ্য জানান রাজস্ব মন্ত্রী যোগেন মোহন৷ কমলাক্ষ জেলাশাসকের এক বিজ্ঞপ্তির উল্লেখ করে প্রকাশিত সংবাদের দিকে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন৷ তিনি বলেন, সমস্ত আলাপ-আলোচনার পরই অসমে নাগরিকত্বের ভিত্তিবর্ষ চূড়ান্ত হয়েছে ১৯৭১ সাল৷ এখন ১৯৬৫-র নথি চাওয়ার অর্থ বাঙালিদের বিপাকে ফেলা৷ অথচ ভোটের সময় তাদের ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করা হয়৷ পরে মন্ত্রী মোহন জানান, আইনে ১৯৬৫-র উল্লেখ নেই৷ তবে জেলাশাসকরা ক্রেতা-বিক্রেতার নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নথি চাওয়াটাই স্বাভাবিক৷ তিনি এই কাজে জেলাশাসককে সহযোগিতারই অনুরোধ করেন৷

এ দিকে, জমি-বাড়ি বা ফ্ল্যাট কেনাবেচায় জেলাশাসকের এনওসির প্রয়োজন নেই বলে হিমন্ত মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল৷ পরে সংশ্লিষ্ট আইনও সংশোধন করে অনুমোদনের জন্য রাষ্ট্রপতি ভবনে পাঠানো হয়েছিল৷ এখন মন্ত্রিসভা বুঝতে পেরেছে, জেলাশাসকের এনওসি ছাড়া জমিবাড়ি, ফ্ল্যাট কেনাবেচার দরুন অনিয়ম বাড়ছে৷ তাই তাঁরা সংশোধনীটি ফিরিয়ে নিতে চাইছেন৷ ফের রাষ্ট্রপতি ভবনে তা জানানো হয়েছে বলেও মন্ত্রী বিধানসভাকে অবগত করান৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker