NE UpdatesHappeningsBreaking News
মিজোরামে বাজেয়াপ্ত ৬০ লক্ষ টাকার বার্মিজ সুপারিBurmese betel nut worth Rs.60 lakh seized in Mizoram
২৭ নভেম্বর: ৬০ লক্ষ টাকার সুপারি বাজেয়াপ্ত হল মিজোরামে৷ গ্রেফতার করা হয়েছে ৪ লরিচালককে৷ মিজোরামের চাম্পাই জেলায় রুয়াতলাং সীমান্তের কাছে বৃহস্পতিবার লরি ৪টি মায়ানমারের সুপারি নিয়ে যাচ্ছিল৷ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে আসাম রাইফেলস তাদের গতিরোধ করে৷ সুপারির চালান দেখাতে বললে ব্যর্থ হয় চালকরা৷ বাজেয়াপ্ত সুপারি এবং লরি সহ তাদের শুল্ক বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে৷
প্রসঙ্গত, মায়ানমারের সুপারি মিজোরাম হয়ে বরাক উপত্যকায় ঢোকে৷ পরে তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জায়গায়৷ শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারের সুপারি নিয়ে বিরাট অঙ্কের বাণিজ্য চলে৷ অভিযোগ, তা পরিচালনা করে এক প্রভাবশালী সিন্ডিকেট৷ এর মধ্যে রয়েছে বরাকেরও বেশ কয়েকজন৷