Barak UpdatesBreaking News

ভাই-ভাতিজা স্টেশনে ফেলে গেল ৮৫ বছরের বৃদ্ধকে !
Brother & nephew deserts 85 year old man in railway station

Saga of human without being humane

২১ সেপ্টেম্বরঃ দেশভাগের দরুন উদ্বাস্তু জীবন। জীবিকার জন্য টানা লড়াই। এই জাঁতাকলে বিয়ের কথা ভাবার ফুরসতই মেলেনি বশারত আলির। সে নিয়ে খুব একটা ভাবেনওনি এতকাল। দিনমজুরের কাজ করেছেন। তুতো ভাইদের সঙ্গে থেকেছেন। তারা তখন শ্রদ্ধা-সম্মান কম করেনি। কিন্তু এখন আর শরীর চলে না। ডান পা প্রায় অকেজো। চলাফেরা করতে কষ্ট হয়। এখন আর কাজে যেতে পারেন না। তাই কোলে-পিঠে করে মানুষ গড়া ভাই-ভাইপো পোটলা-পুটলি সহ তাঁকে ছেড়ে দিয়ে গেলেন বদরপুর রেলস্টেশনে। কারও কাছে পরিচয় না দিতে শাসায়।

বশারত অবশ্য কৃতজ্ঞতাবশেই ভাই-ভাতিজাদের নাম প্রকাশ করতে চান না। বলেন, কম মানুষের ঘর আমি তৈরি করিনি। আর আজ আমারই ঘর নেই! রেলস্টেশনে শেষ ঠিকানা হল আমার! প্ল্যাটফর্মে ঢোকার মুখে প্রধান দরজার সামনে এক কোণায় ঠাঁই নিয়েছেন কাছাড় জেলার ফুলবাড়ির বাসিন্দা ৮৫ বছরের বসারত আলি।

গত জুন মাসে এখানেই নিজের সন্তানেরা ছেড়ে গিয়েছিল সত্তরোর্ধ্ব লক্ষী সেনকে। স্থানীয় সমাজকর্মীদের সৌজন্যে পরে তাঁর ঠাঁই হয় বারইগ্রামের বৃদ্ধাশ্রমে। বয়সের ভারে ন্যুজ্জ বশারতের পাশে কি কেউ দাঁড়াবেন না! বড় কষ্ট করে শোনালেন, আল্লাহ্ ভরসা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker