Barak UpdatesHappeningsBreaking News

করোনার দরুন এক মাসের ফি মকুব করল হাইলাকান্দির ব্লু ফ্লাওয়ার্স স্কুল
Blue Flowers School in Hailakandi gives waiver of 1 month fees due to lockdown

২৪ এপ্রিল : এক মাসের একশো শতাংশ মাশুল মকুব করল হাইলাকান্দি জেলার ব্লু ফ্লাওয়ার্স ইংরেজি মাধ্যম স্কুল। করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের ফলে অসমের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ মার্চের শেষ সপ্তাহ থেকে বন্ধ। শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার রাজ্যের সবকটি বেসরকারি স্কুলকে এপ্রিল মাসের ফি ৫০ শতাংশ সংগ্রহ করতে বলে দিয়েছেন। রাজ্যের মাধ্যমিক শিক্ষা বিভাগের কমিশনার-সচিব প্রতীম শইকিয়া  সেদিন বিকেলেই এ সংক্রান্ত নির্দেশ জারি করেন৷

Rananuj

শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কমিশনার-সচিবের “ফরমানের” চব্বিশ ঘণ্টার মধ্যে ব্যতিক্রমী পদক্ষেপ নিল ব্লু ফ্লাওয়ার্স ইংরেজি মাধ্যম এইচএস স্কুল। বৃহস্পতিবারই কর্তৃপক্ষ  সিদ্ধান্ত নেন, ৫০ শতাংশ নয়, এক মাসের পুরো মাশুল মকুব করা হবে। স্কুলের আট শতাধিক ছাত্র-ছাত্রীর কারও কাছ থেকে এ মাসে কোনও ফি নেওয়া হবে না।

স্কুলের অধ্যক্ষ ক্ষিতীশ রঞ্জন পাল, প্রশাসক বিনয়েন্দ্রনাথ ভট্টাচার্য ও কোষাধ্যক্ষ সমরজিৎ চক্রবর্তী তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, শিক্ষামন্ত্রীর আবেদনে সাড়া দিয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন৷ তাঁরা জানান, ব্লু ফ্লাওয়ার ইংরেজি মাধ্যম এইচএস স্কুলের অধিকাংশ পড়ুয়া দুঃস্থ ও মধ্যবিত্ত শ্রেণীর। লকডাউনের ফলে মাসাধিক কাল থেকে অভিভাবকরা  গৃহবন্দি। এসব বিবেচনা করেই এক মাসের একশো শতাংশ মাশুল মকুব করে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, শুধু হাইলাকান্দি জেলা নয়, গোটা আসামের মধ্যে তাঁদের স্কুলই প্রথম যে একশো শতাংশ মাশুল মকুব করল। ব্লু ফ্লাওয়ার স্কুল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেওয়ায় স্কুল কর্তৃপক্ষকে অভিভাবক সহ হাইলাকান্দির সচেতন নাগরিকরা ধন্যবাদ জানান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker