Barak UpdatesBreaking News
উত্তর কাছাড়ে ঘোষিত ১৬, বিজেপি ১১BJP won 11 seats out of 16 declared in North Cachar
বাকি চার আসনে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন। তাও পশ্চিম মাইবাং আসনের নির্দল বিজয়ী এলাকায় বিজেপি নেতা হিসেবেই পরিচিত। তিনি দলীয় টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই আসনে বিদায়ী পরিষদের কার্যবাহী সদস্য সুব্রত থাওসেন পরাস্ত হন। প্রাক্তন জঙ্গিনেতা, ডিএইচডি-র প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ নুনিসা এ বারও পরিষদ নির্বাচনে পরাস্ত হয়েছেন। এ বার কংগ্রেস টিকিটে হামরি লড়ে মাত্র ৩১টি ভোট পান।
আরেক প্রাক্তন জঙ্গিনেতা জুয়েল গারলোসার দাদা গোপীনাথ গারলোসা কংগ্রেস প্রার্থী হিসেবে সেমখর আসনে মাত্র ১৯টি ভোট আদায় করেছেন। তিনি অবশ্য পুরনো কংগ্রেস নেতা, টাউন কমিটির একসময়ের চেয়ারম্যানও। এ দিকে, ১১৩ ভোট পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে প্রাক্তন বিধায়ক, এককালের মুখ্য কার্যবাহী সদস্য সমরজিত হাফলংবারকে। বিভিন্ন সময়ে দলবদলের পর তিনি এ বার লড়েছিলেন এনপিপি টিকিটে। বিজেপির নজিত কেম্প্রাই সেখানে বিজয়ী হন। সমরজিত দখল করেন চতুর্থ স্থান। পরিষদের বর্তমান মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গারলোসার দিহাঙ্গী আসনের গণনা এখনও শুরু হয়নি।